Barak UpdatesBreaking News
প্রতিষ্ঠা দিবসে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জানাল এবিভিপিABVP honours meritorious students on their foundation day
৯ জুলাই : কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর। পার্ক রোডের গান্ধীভবনে এ উপলক্ষে মঙ্গলবার সন্ধেয় আয়োজিত হয় অনুষ্ঠান। উদ্বোধন হয় প্রদীপ জ্বালিয়ে। ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। বিশিষ্ট অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ। তিনি শিক্ষার গুণগত মানের ওপরে গুরুত্ব আরোপ করেন। বলেন, ভারতীয় শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। যেখান পড়ুয়াদের বহুমুখী প্রতিভার বিকাশ হবে। তিন বছর বয়স থেকেই বাধ্যতামূলক হবে স্কুল এডুকেশন। স্কুলে বৃত্তিমূলক শিক্ষাও পাবে পড়ুয়ারা।
অন্যদের মধ্যে পরিষদের সর্বভারতীয় কর্মকতা গোবিন্দ নায়ার, শিলচর শাখার সভাপতি রতন দাস বক্তব্য রাখেন। ঋতুরাজ, সুচরিতা রায় সহ বিশিষ্টজনেরা এই আয়োজনে সামিল ছিলেন। আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক বাণিজ্য শাখার প্রথম অসীম সরকারের হাতে শংসাপত্র তুলে দেন উপাচার্য দিলীপ চন্দ্র নাথ। পরে সাংষ্কৃতিক অনুষ্ঠান সাজিয়ে তোলেন শিল্পীরা।