India & World UpdatesBreaking News
ভগবান মহাবীর অহিংসা পুরস্কার পাচ্ছেন অভিনন্দনAbhinandan to get Lord Mahavira Non-Violance Award
৫ মার্চ : অভিনন্দনের অসীম সাহসকে সম্মান জানিয়েছেন প্রত্যেকেই। এ বার বিশেষ পুরস্কারেও ভূষিত হবেন তিনি। অখিল ভারতীয় দিগম্বর জৈন মহাসমিতি উইং কমান্ডার অভিনন্দনের হাতে তুলে দেবে ‘ভগবান মহাবীর অহিংসা পুরস্কার’।চিড় ধরেনি তাঁর মনোবলেও। ‘দেশে ফিরে ভাল লাগছে’, সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে পা রেখেই এ কথা বলেছেন পাক সেনার হাতে আটক ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
অখিল ভারতীয় দিগম্বর জৈন মহাসমিতি উইং কমান্ডার অভিনন্দনের হাতে তুলে দেবে ‘ভগবান মহাবীর অহিংসা পুরস্কার’। এতে ২.৫১ লক্ষ টাকা পুরস্কার মূল্যের পাশাপাশি তাঁর হাতে তুলে দেওয়া হবে একটি স্মারকও। আগামী ১৭ এপ্রিল মহাবীর জয়ন্তীর দিনে অভিনন্দন বর্তমানের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।
পাক সেনার প্রশ্নের মুখে অক্লেশে বলেছেন, কোনও গোপন তথ্য তিনি দেবেন না। বারবার প্রশ্ন করলেও সেই উত্তরই দিয়েছেন , ’আই অ্যাম নট সাপোজ টু টেল ইউ…’। শত্রুর সামনে পড়েও শিরদাঁড়া সোজা রেখেছিলেন, মাথা নত করেননি।
অভিনন্দনের সম্মানে রাজস্থানের আলওয়ার জেলার কৃষানগড়ের ভুটানি পরিবার তাদের পরিবারের সদ্যোজাত পুত্রের নাম রেখেছেন অভিনন্দন। অন্যদিকে রাজস্থানের আজমেরের নাগুর এলাকার এক দম্পতি তাঁদের সন্তানের নাম রাখেন মিরাজ।