Barak UpdatesBreaking News
শিলচর বিমানবন্দর প্লাসটিক মুক্ত ঘোষণা এয়ারপোর্ট অথরিটিরAAI declares Silchar Airport as plastic free zone
৪ সেপ্টেম্বর : শিলচর ও যোরহাট সহ দেশের আরও ২০টি বিমানবন্দরকে একবার ব্যবহৃত প্লাস্টিক মুক্ত বলে ঘোষণা করেছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। এ নিয়ে দেশের ৫৫টি বিমানবন্দর প্লাসটিক মুক্ত হল। এই প্লাসটিকগুলো রি-সাইক্লিঙের আগে শুধু একবারই ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে প্লাসটিক কাপ, প্লাসটিক ব্যাগ, স্ট্র, জলের বোতল, খাবার প্যাকেটিং করা সামগ্রী ইত্যাদি।
প্লাসটিক সামগ্রী ব্যবহারের মাত্রা কম করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনের প্রেক্ষিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ারপোর্ট অথরিটিকে এই আদেশ দিয়েছে। যে ২০টি বিমানবন্দরকে প্লাসটিক মুক্ত বলে ঘোষণা করা হয়েছে, সেগুলো হল, এলাহাবাদ, ঔরঙ্গাবাদ, বেলগাম, ভুজ, ডিব্রুগড়, ডিমাপুর, গয়া, গোরক্ষপুর, জবলপুর, জামনগর, যোধপুর, যোরহাট, কাঙরা, খাজুরাহো, লেহ, রাজামুন্ড্রি, রাজকোট, শিলচর, সুরাট ও তুতিকোরিন। এর আগে এয়ারপোর্ট অথরিটি আসামের গুয়াহাটি, মণিপুরের ইম্ফল ও ত্রিপুরার আগরতলা সহ দেশের ৩৫টি বিমানবন্দরকে প্লাসটিক মুক্ত বলে ঘোষণা করেছিল।