Barak UpdatesBreaking News

হাইলাকান্দিতে আধার কার্ড ৬ অক্টোবর থেকে
Aadhar card processing in Hailakandi from 6 October

২৮ সেপ্টেম্বর : আগামী ৬ অক্টোবর থেকে হাইলাকান্দিতে শুরু হচ্ছে আধার কার্ড প্রক্রিয়াকরণ। আধার কার্ড ইস্যু করতে জেলায় মোট ৩০টি কেন্দ্র খোলা হবে। এর মধ্যে ৬টি আলগাপুর কেন্দ্রে, ৭টি হাইলাকান্দিতে, ৮টি কাটলিছড়া কেন্দ্রে এবং ৯টি লালা রাজস্ব চক্রে রয়েছে।

শুক্রবার জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ নিয়ে ভেরিফায়ার ও ডাটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে অংশ নিয়ে জেলাশাসক আদিল খান বলেন, আধার কার্ডের ফর্ম আগামী ১ অক্টোবর থেকে বিতরণ করা হবে। তিনি বলেন, প্রতিদিন প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ২০টি আধার কার্ডের কাজ শেষ করতে হবে। এজন্য প্রত্যেককে টোকেন দেওয়া হবে। তাছাড়া আধার কার্ড ইস্যু করার ক্ষেত্রে কোনও সময়সীমা না থাকায় এই কাজটি আগামী কিছুদিন চলতে থাকবে। জেলাশাসক এ ব্যাপারে জনগণের সহযোগিতা কামনা করেন।

September 29: The processing of Aadhar cards will start officially in the district of Hailakandi on 6 October. A total of 30 centres will be started in the district for this purpose, out of which 6 centres will be in Algapur, 7 at Algapur, 8 at Katlichera and 9 centres at Lala revenue circle.

In this connection, a meeting was held in the office of the Deputy Commisioner, Hailakandi where training was given to the Verifiers and Data Entry Operators. Speaking during the training session, Adil Khan, Deputy Commissioner of Hailakandi said that forms for making Aadhar Card will be disbursed from 1 October. He further elaborated that atleast 20 Aadhar Cards will have to be made by each centre on a daily basis. All will be provided tokens. As there is no time frame for this task, so the process of issuing Aadhar Cards will continue for some days. He also sought the cooperation of the people to make this project successful.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker