Barak UpdatesBreaking News

গণেশ চতুর্থীতে মঙ্গলবার আবেগের সেলফি কনটেস্ট
AABEG to organise ‘selfie contest’ alongside Ganesh Chaturthi on Tuesday

২ সেপ্টেম্বর : গণেশ চতুর্থী উৎসবের আয়োজন করে দর্শনার্থীদের জন্য এক চমক নিয়ে এল আবেগ এনজিও। মঙ্গলবার এই উৎসব উপলক্ষে থাকছে এক বিশেষ সেলফি কনটেস্ট। এ দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বিশেষ কনটেস্টের সময় নির্ধারণ করে দিয়েছেন আয়োজকরা। আবেগের পক্ষ থেকে বলা হয়, যারা এই কনটেস্টে অংশ নিতে চাইবেন তাদের অবশ্যই আবেগের পুজোমণ্ডপে আসতে হবে। মণ্ডপের ভেতরে সেলফি তুলে তা পোস্ট করে দিতে হবে আবেগের ফেসবুক পেজে। এর মধ্যে যাদের সেলফি সেরা হবে, তাদের দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

Rananuj

প্রসঙ্গত শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন আবেগ গত বছর থেকে গণেশ চতুর্থী উৎসব পালন শুরু করেছে। এ বছর আবেগের দ্বিতীয় আয়োজন। শিলচর হাইলাকান্দি রোডে কুঞ্জলতা বিবাহ ভবনের ঠিক বিপরীতে রয়েছে আবেগের পুজো মন্ডপ।

সোমবার সন্ধ্যায় এই পুজোমণ্ডপের উদ্বোধন করেন শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক অজয় কুমার রায়।

পুজো উদ্যোক্তারা জানান, তারা মোটেই আড়ম্ভরে বিশ্বাসী নন। কিন্তু এর মধ্যেও তারা সমাজের সেবায় অঙ্গীকারবদ্ধ। পুজো মণ্ডপে প্রতিদিনই দুপুর এবং রাতে থাকছে দরিদ্র নারায়ণ সেবা। আবেগের এক কর্মকর্তা জানান, কয়েকজন সম মনোভাবাপন্ন যুবক একসঙ্গে মিলে এই সংগঠনটি গড়ে তুলেছেন। আর এর মাধ্যমে তারা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যারা অবহেলিত, যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, আবেগ মূলত তাদের পাশে দাঁড়াতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker