Barak UpdatesBreaking News
বাংলাদেশে তরুণ সংগঠকের সম্মান পাচ্ছেন জয়দীপJoydeep to get ‘Young Organiser’ award in Bangladesh
১৫ ডিসেম্বর : বরাক উপত্যকার কোনও তরুণ সংগঠককে বাংলাদেশে সম্মান জানানো সত্যিই ব্যতিক্রমী। মহান বিজয় দিবস ২০১৮ উদযাপনের অঙ্গ হিসেবে সে দেশের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিলেট জেলা কমিটি শিলচরের তরুণ সংগঠক জয়দীপ চক্রবর্তীকে সম্মান জানাবে।
জোটের সিলেট জেলা কমিটি জয়দীপকে এক চিঠিতে জানিয়েছে, গৌড়ীয় নৃত্য কলা ভারতীর সাধারণ সম্পাদক হিসেবে জয়দীপকে এই সম্মান জানানো হবে। ১৬ ডিসেম্বর সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জোটের সিলেট কমিটির সভাপতি গৌতম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মহম্মদ আবু তাহের ওই চিঠিতে জয়দীপকে আমন্ত্রণ জানিয়ে ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তাঁকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে জয়দীপ ইতিমধ্যেই সিলেটে পৌঁছে গিয়েছেন। ওয়ে টু বরাকের সঙ্গে কথা বলতে গিয়ে সন্তোষ ব্যক্ত করে জয়দীপ বলেছেন, ‘এটি আমার কাছে এক বড় সম্মানের বিষয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আমাকে এই সম্মানের জন্য মনোনীত করেছে। আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং তা বরাকের মানুষকে উৎসর্গ করছি, যাদের ভালবাসা ও সহযোগিতার জন্যই এই সম্মান পেতে চলেছি। বরাকের মানুষের সহযোগিতার জন্যই আমি সাংস্কৃতিক জগতে কাজ করতে পেরেছি। এখানে উল্লেখ করা যেতে পারে যে, জয়দীপ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যুক্ত ও গণসুরের কার্যকরী সদস্য।
December 15: It’s a rare honour to be conferred upon one of the young organiser of Barak Valley in Bangladesh. The Sylhet District Committee of ‘Bangabandhu Sangskriti Jote’ Bangladesh has nominated Joydeep Chakraborty of Silchar, Assam to receive the award of ‘Young Organiser’ in connection with the celebration of ‘Mahan Bijoy Dibosh, 2018’.
In a letter addressed to Joydeep, it was informed by the Sylhet District Committee of ‘Bangabandhu Sangskriti Jote’ Bangladesh that his name was selected in the capacity of being the General Secretary of Goudiya Nritya kala Bharati’ Silchar. Joydeep would be given the honour in a programme which will be organised near the ‘Central Shaheed Minar’, Sylhet on 16 December, 2018. The letter signed by Gautam Chakraborty and Md. Abu Taher, President and General Secretary respectively of the Sylhet District Committee invited Joydeep to be present in Bangladesh from 14 to 18 December 2018 in this connection.
Meanwhile, Joydeep has already reached Sylhet district in Bangladesh. While speaking to way2barak, Joydeep expressed happiness and said, “It is indeed a great honour bestowed upon me by the Sylhet District Committee of ‘Bangabandhu Sangskriti Jote’. I accepted their invitation with utmost humility and dedicate the same to all the people of Barak Valley for whose love and cooperation, I am able to create a position for me in the cultural arena.” It needs mention here that Joydeep is also an active member of socio-cultural organisations Jookto and Ganasur.