India & World UpdatesBreaking News

২১ ডিসেম্বর দেশব্যাপী ব্যাংক ধর্মঘট
All-India bank strike on 21 December

১৪ ডিসেম্বর : ব্যাংক অফিসারদের ট্রেড ইউনিয়ন সংস্থা সারা ভারত ব্যাংক অফিসার্স কনফেডারেশন আগামী ২১ ডিসেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। ৩ লক্ষ ২০ হাজার ব্যাংক কর্মচারীর এই অ্যাপেক্স বডি সরকারের কাছে এ সংক্রান্ত বেশ কিছু দাবি-দাওয়া উত্থাপন করেছে। তাঁদের দাবি-দাওয়ার মধ্যে রয়েছে, নতুন পেনশন প্রকল্পটি বাতিল করা, পেনশন ও পারিবারিক পেনশনকে উন্নীত করা, বিজয়া ব্যাংক, দেনা ব্যাংক ও ব্যাংক অব বরোদাকে মিশিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে, তা প্রতিহত করা।

ব্যাংক অফিসারদের সংগঠনটি বলেছে, তিনটি ব্যাংককে একসঙ্গে মিশিয়ে দেওয়ার বিষয়টি শুধু ব্যাংক শিল্পের জন্য হুমকি নয়, তা সাধারণ মানুষের জন্যও সমস্যা তৈরি করবে। এতে ব্যাংকের বহু শাখা বন্ধ হয়ে যাবে, আর তা গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। কনফেডারেশন এ নিয়ে দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে। এ দিকে, বেশিরভাগ ব্যাংক কোনও শর্ত ছাড়া নির্দেশনামা জমা দিলেও তাতে উদাসীন রয়েছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। এর পাশাপাশি বেতনের সমঝোতার বিষয়টি শুধুমাত্র স্কেল থ্রি পর্যন্ত সীমা রাখার প্রক্রিয়া নিতে চলেছে। কনফেডারেশন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তাছাড়া কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে ব্যাংক অফিসাররা নানা হয়রানির শিকার হন, এ সব বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker