Barak Updates
মেঘালয়ে খনিতে জল, নিখোঁজ ১৩ শ্রমিক
১৩ ডিসেম্বর: মেঘালয়ে কয়লা খনিতে আচমকা জলস্রোত। আটকে পড়লেন ১৩ জন শ্রমিক। তাঁদের কেউ বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। পূর্ব জয়ন্তীয় হিল জেলার পুলিশ সুপার সিলভেস্টার নংটংগার জানান,এটি একটি অবৈধ খনি। তিন-চার দিন আগে লুকিয়ে লামথারি এলাকার ওই খনিতে ফের গর্ত করে কয়লা তোলা শুরু হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে পাহাড়ের ভিতরের সুড়ঙ্গ জলে ভরে যায়। তখন ১৩ জন শ্রমিক ভেতরে কাজ করছিলেন। তাঁরা আর বেরোতে পারেননি। পাহাড়ি সুড়ঙ্গে জমা জলের মধ্যে ওই ১৩ জনের কারও বাঁচার আশা নেই বললেই চলে। খনির মালিক পালিয়ে গিয়েছে। গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে জয়ন্তীয়া পাহাড়ে ফের চলছে ইদুরের মতো গর্ত খুড়ে কয়লা তোলা। এ ভাবে কয়লা তোলার বিরুদ্ধে লড়াইয়ের জন্য গত সপ্তাহে কয়লা মাফিয়াদের হাতে মার খান মানবাধিকার নেত্রী অ্যাগনেস খারসিং ও অমিতা সাংমা।
English text here