NE UpdatesBarak UpdatesAnalytics

দু-এক দিনের মধ্যে মার্চ-এপ্রিল-মে বেতন পাবেন শিক্ষক-টিউটররা : শিক্ষামন্ত্রী

৩১ মে : চলতি বছরের জানুয়ারিতে নিম্ন ও উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে নিযুক্তি লাভ করা ১১ হাজার ১৩৫ জন শিক্ষক নিয়মিতভাবে বেতন পাবেন। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন রাজ্যের অর্থ মন্ত্রী অজন্তা নেওগ। এ দিন গুয়াহাটি জনতা ভবনে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী রণোজ পেগুও উপস্থিত ছিলেন। এছাড়া নিম্ন ও উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে টিউটর হিসেবে কর্মরত ১৯৩৪ জন শিক্ষকও নিয়মিতভাবে বেতন পাবেন বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

অর্থমন্ত্রী জানান, শিক্ষক ও টিউটরের বেতনের ব্যাপারে অর্থ বিভাগ অনুমোদন জানিয়েছে। অন্যদিকে, আগামী দু-এক দিনের মধ্যে শিক্ষক ও টিউটররা মার্চ, এপ্রিল ও মে বেতন পাবেন বলে এ দিন শিক্ষামন্ত্রী জানান। তবে বাজেট প্রস্তুত করার পর জুলাই মাস থেকে পুনরায় নিয়মিতভাবে শিক্ষক ও টিউটররা বেতন পেয়ে যাবেন বলে জানিয়েছেন পেগু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker