India & World UpdatesBreaking News

এলিয়ানরা ঘুরে গেছে পৃথিবী, নজর দিইনি আমরা : নাসা
Aliens may have already visited us, but we missed it: NASA

৭ ডিসেম্বর : নাসার বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো এক চাঞ্চল্যকর বিবৃতিতে দাবি করলেন, এলিয়েনরা হয়তো আমাদের পৃথিবী দেখে গিয়েছে, কিন্তু আমরা হয়তো তা বুঝে উঠতে পারিনি। নাসা বর্তমানে বিশ্বব্রহ্মাণ্ডে অন্য কোনও প্রাণের সন্ধানে প্রচেষ্টা শুরু করেছে। তবে সরকারি মহাকাশ সংস্থা এ পর্যন্ত ব্রহ্মাণ্ডে প্রাণের অস্তিত্বের কোনও উপযুক্ত প্রমাণ পায়নি। তবে সিলভানো পি কলম্বানো বিশ্বাস করেন, এলিয়ানরা ইতিমধ্যেই পৃথিবীর মানুষকে দেখে গেছে।

সিলভানো পি কলম্বনো নাসা এমিস রিসার্চ সেন্টারের কম্পিউটার বিজ্ঞানী হওয়ার পাশাপাশি একজন অধ্যাপক। তিনি বলেন, আমরা যে জীবন কাটাচ্ছি তা খুব বুদ্ধিমত্তাপূর্ণ নয় এবং মানবতাপূর্ণ ঐতিহ্যবাহী আচরণ প্রদর্শনেরও তেমনটা প্রয়োজন নেই।

সিলভানো বলেন, ইউএফও আমাদের দৃষ্টির আড়ালে থাকার বিভিন্ন কারণ রয়েছে। অন্য গ্রহে প্রাণের অস্তিত্বের বিষয়ে তেমনটা নজর না দেওয়ায় তা বিজ্ঞান দুনিয়ার আড়ালে থেকে গিয়েছে। এক গবেষণাপত্রে সিলভানো এই দাবি উত্থাপন করেছেন।

December 7: In a sensational development, NASA scientist Silvano P. Colombano has stated that the aliens may have already visited our planet Earth, but we may have failed to understand it. NASA was set up in part to find traces of extraterrestrial life in the universe. While the government space agency has yet to find any definitive evidence that extraterrestrials exist, NASA scientist  Silvano P. Colombano believes we may have already been visited by them here on Earth.

Silvano P. Colombano, who in addition to being a computer scientist at NASA Ames Research Center, is also a professor who theorizes that intelligent life may not be what we are used to and may not necessarily use the traditional building blocks of that humanity is accustomed to, such as carbon.

Colombano suggests the reasons UFO phenomena may have gone unnoticed or overlooked are because, in addition to assuming a low likelihood of extraterrestrial travel and a high likelihood of hoaxes, the subject is generally avoided by the scientific community. In a research paper, this was claimed by Silvano P. Colombano. He further stated that “I simply want to point out the fact that the intelligence we might find and that might choose to find us (if it hasn’t already) might not be at all be produced by carbon based organisms like us.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker