Barak UpdatesBreaking News
কবি কালীকুসুম চৌধুরী প্রয়াতPoet Kalikusum Choudhury expired
২৯ নভেম্বরঃ কবি কালীকুসুম চৌধুরী প্রয়াত হয়েছেন। কাল রাতে গুয়াহাটিতে ছোট মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশির কাছাকাছি বয়স হয়েছিল তাঁর। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু বলে তাঁর ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছে। ষাট-সত্তর দশকের বিশিষ্ট কবি কালীকুসুম চৌধুরী মালুগ্রামের বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে সে সব বিক্রি করে চলে গিয়েছিলেন লিংক রোডে বড় মেয়ের বাড়িতে। সেখান থেকে গিয়েছিলেন গুয়াহাটিতে, ছোট মেয়ের বাড়িতে। আর ফেরা হল না তাঁর নিজের শহরে। দুই মেয়ে ছাড়াও রেখে গিয়েছেন অসংখ্য গুণমুগ্ধকে। তাঁর মৃত্যুতে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য বলেন, খুবই বেদনাদায়ক খবর। আশিস চৌধুরীর মন্তব্য, কালীকুসুম চৌধুরী ছিলেন ষাট-সত্তর দশকের দাপিয়ে বেড়ানো শিলচরের উজ্জ্বল তারকা কবিদের একজন। সব্যসাচী রায়, তৈমুর রাজা চৌধুরী, জয়ন্ত দেবরায়, দিলীপ কুমার দে, শান্তনু দাস প্রমুখ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।
English text here