Barak Updates

বিজেপি অফিসে বসে দিলীপ পালকে ‘ফ্যাক্টর’ বললেন শিলাদিত্য

ওয়েটুবরাক, ২৪ মার্চ: “শিলচর আসনে দিলীপকুমার পাল ফ্যাক্টর তো বটেই৷” কিছুদিন আগে এমন বললে লেখা যেত, বিক্ষুব্ধ বিজেপি নেতা শিলাদিত্য দেব৷ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর বাড়ি গিয়ে মান ভাঙিয়েছেন৷ নেমেছেন দলীয় প্রচারেও৷ সে জন্যই কাছাড়ে এসেছেন হোজাইর বিদায়ী বিধায়ক৷ বুধবার বিকেলে শিলচরে দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দিলীপকুমার পালকে ফ্যাক্টর বলে উল্লেখ করেছেন৷ দিয়েছেন শংসাপত্র৷

কিছু নেতার ভুলের দরুন যে হোজাইয়ে তাঁর টিকিট কাটা গিয়েছে, প্রথমে শোনান সে কথা৷ পরে বলেন, কিন্তু দুই বিজেপি নেতার লড়াইয়ে এআইইউডিএফ জিতে গেলে হিন্দুদের দুর্দশার দিন ফিরে আসবে, তাই তিনি শেষপর্যন্ত নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দেননি৷

বিমলেন্দু রায়, নিত্যভূষণ দে, রূপম সাহাদের মাঝে বসে শিলাদিত্যবাবু বলতে থাকেন, নির্দল দাঁড়িয়ে জিততে পারলে ভাল কথা৷ দিলীপ পাল ভাল লোক, ভদ্র মানুষ৷ তাঁর কর্মক্ষমতা ও চিন্তাভাবনার তুলনা নেই৷

তাঁর কথায়, দিলীপবাবু কট্টর হিন্দুত্ববাদী মানুষ৷ বড় আবেগিক৷ আবেগে বিধানসভার উপাধ্যক্ষ পদ পর্যন্ত ছেড়ে দিয়েছেন৷ তাই টিকিট না দেওয়ার কথাটা দল তাঁকে ছয়মাস আগে জানালে ভাল হতো৷ একে তিনি দলের ভুল বলেই উল্লেখ করেন৷ সঙ্গে যোগ করেন, কিন্তু ভুল তো শোধরাতে হবে এখন৷

তবে শিলাদিত্য দেব দিলীপ পালের মৃদু সমালোচনাও করেন৷ বলেন, তাঁর রাজনৈতিক তীক্ষ্ণতা একটু কম৷ তাই তিনি আগে থেকে টিকিট কাটা পড়ার ব্যাপারটা ধরতে পারেননি৷  হোজাইর বিধায়ক বলেন, আমি তো আগে থেকেই টের পাচ্ছিলাম৷ আমার টিকিট কাটা হচ্ছে৷

তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যায়, এই অঞ্চল বিজেপির জন্য মোটেই নিরাপদ নয়৷ বরং সমস্যাদীর্ণ৷ মুসলমানদের যথেষ্ট প্রভাব রয়েছে৷ মুসলমান প্রার্থী থাকলেই ভোট ভাগাভাগিতে বিজেপি জিতে যায়৷

তাই দিলীপবাবুর উদ্দেশে তাঁর আহ্বান, তিনি যেন এখনই বসে যান৷ কারণ ভোট বিভাজনে বিজেপির ক্ষতি হলে শিলচরের মানুষ দিলীপ পালকে ক্ষমা করবেন না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker