NE UpdatesSportsBreaking News
আর জি বরুয়ায় রানার্স শিলচর
২৮ জানুয়ারি : গত বছর আরজি বরুয়ায় চ্যাম্পিয়ন হয়েছিল শিলচর। এবার খেতাব ধরে রাখার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না ক্রিকেটাররা। রানার্স হয়েই খুশি থাকতে হলো শিলচরকে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে আরজি বরুয়ায় চ্যাম্পিয়ন হলো এনএফ রেলওয়ে। প্রথমে ব্যাট করতে নেমে শিলচর প্রথম ইনিংসে ১৭৮ রান করেছিল। এই রান তাড়া করতে নেমে এনএফ রেলওয়ে সব উইকেট হারিয়ে ২৩১ রান করে। খেলা হলো বরপেটায়।
দুদিনব্যাপী ফাইনালের প্রথম দিনে শিলচর প্রথম ইনিংসে ১৭৮ রান করেছিল। এর জবাবে ব্যাট করতে নেমে গতকাল এন এফ রেলওয়ে দিনের খেলা শেষ করেছিল দুই উইকেটে ২৬ রান সংগ্রহ করে। আজ ব্যাট করতে নেমে ধীরে ধীরে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রেলের ব্যাটসম্যানরা। সুমিত কাশ্যপ ৫৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। আর কঙ্কন কাশ্যপ ৪৪ রান করলেন ১০৬ বল মোকাবিলা করে। এছাড়া রণিত আখতার (৩৭), রাজবীর সিং (৩২), জিয়াদ জামান (২২) দলকে ২৩১ রানে পৌঁছাতে সাহায্য করেন। শিলচরের আহাদ বড়ভূঁইয়া, অভিষেক দেব দুটি করে উইকেট দখল করেন। বিকি রায় পেলেন তিনটি উইকেট। একটি উইকেট পেলেন সুদীপ সিনহা।