Barak UpdatesSports
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে এনসিওয়াইএস
২১ জানুয়ারি : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস) আয়োজিত নবম যুক্ত মিডিয়া ক্রিকেট ফেস্ট থেকে বিদায় নিল ইয়াসি খবর হিরোজ। আসরের লিগ পর্বে তারা নিজেদের উভয় ম্যাচেই হেরে গেল। বৃহস্পতিবার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা হেরে গেল ভ্যালি স্ট্রং নিউজ রকার্সের কাছে। ৪৭ রানে। এর ফলে ভ্যালি স্ট্রং নিউজ রকার্স এবং করিমগঞ্জ প্রেসক্লাব স্ট্রাইকার্স দল এই গ্রুপ থেকে সেমি ফাইনালে চলে গেল। শুক্রবার উভয়ের মধ্যে অনুষ্ঠেয় ম্যাচে বিজয়ী দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে এ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে গেল নেতাজি ছাত্র-যুব সংস্থা প্রেস ফাইটার্স দল।
এদিকে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে হাইলাকান্দি মিডিয়া চ্যালেঞ্জার্স দলকে ৭ উইকেটে পরাজিত করে এ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে গেল নেতাজি ছাত্র-যুব সংস্থা প্রেস ফাইটার্স দল। শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে হাইলাকান্দি দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৮৯ রান করে। দলের হয়ে আব্দুল কাইয়ুম ২৫ রান করেন। প্রেস ফাইটার্স দলের বোলার বিমান সিনহা তিন উইকেট নেন। তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারও পেয়েছেন। বিশ্বজিৎ দত্ত পান দুই উইকেট। জবাবী ব্যাটিংয়ে অনির্বাণ রায়চৌধুরীর ৪১ এবং বাপন গোস্বামীর ১৪ রানে ভর করে ১২.৪ ওভারে ম্যাচ জিতে নেয় নেতাজি।
প্রথম ম্যাচটিতে দুর্দান্ত খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ভ্যালি স্ট্রং নিউজ রকার্সের অধিনায়ক সঞ্জীব সিং। তিনি ৪৬ রান করেন। দল করে ১৩৮/৪। সুব্রত দাসের ৩৯ এবং অভিজিৎ ভট্টাচার্যর ২০ রানও উল্লেখযোগ্য। অভিজিৎ দেব দুটি এবং শিবানন্দ সিং ও দেবাশিস সোম একটি করে উইকেট নেন। জবাবে ইয়াসি খবর হিরোজ ৬ উইকেটে ৯১ রান তুলতে সক্ষম হয়। তাদের সুমন দাস ৩০ এবং অভিজিৎ দেব ১৮ রান করেন। নিউজ রকার্সের হয়ে সুব্রত দাস ও বিশ্বনাথ হাজাম দুটি করে উইকেট নেন। শ্যাম সিনহা ও নৈতিক শীল পেয়েছেন একটি করে। ম্যাচের সেরা খেলোয়াড় সঞ্জীব সিঙের হাতে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন মৃদুল মজুমদার ও শঙ্কর চৌধুরী।
হিমাংশুরঞ্জন সাহা স্মৃতি সুপার এন্টারটেনার হলেন সুমন দাস। তার হাতে পুরস্কার তুলে দেন মৌমিতা গুপ্ত। সুব্রত দাস পেলেন সুপার সিক্সারের পুরস্কার। ট্রফির স্পনসর বরাক বুলেটিনের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেন বেদব্রত ব্যানার্জি। হরগোবিন্দ দাস স্মৃতি ম্যান অব দ্য মোমেন্টের পুরস্কার পেলেন রবি হাজাম। তিনি পুরস্কার নিলেন হিমাদ্রিশেখর দাসের হাত থেকে। লিগ পর্যায়ের শেষ দুটি ম্যাচ হবে শুক্রবার।