Barak UpdatesBreaking News

নাটকীয় কায়দায় কুখ্যাত কয়লা মাফিয়া লদু গ্রেফতার
Coal mafia Lodu nabbed in a dramatic sequence

১৯ নভেম্বর : রীতিমতো নাটকীয় কায়দায় কুখ্যাত কয়লা মাফিয়া মুস্তাক আহমেদ তাপাদার ওরফে লদুকে পুলিশ গ্রেফতার করেছে। পাঁচগ্রাম থানায় দায়ের করা একটি মামলার সূত্র ধরে পুলিশ এ দিন মুস্তাককে জালে পুরে। বেশ কিছুক্ষণ নাটকের অবসানেই শেষমেশ রাতে তাকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।

Rananuj

পুলিশেরই এক সূত্র জানায়, মেঘালয়ের রাতাছড়ায় থাকা প্রায় ৪০টি কয়লাবাহী ট্রাক বরাক উপত্যকায় নিয়ে আসার জন্য গত কয়েকদিন থেকে লদু চেষ্টায় ছিল। রবিবার সন্ধ্যা থেকে পুলিশ গুমড়া বাজার এলাকায় জাল বিছিয়ে রাখে। জনৈক ক্রেতা সেজে পুলিশ কৌশলে প্রায় এক ঘণ্টা ফোনে বার্তালাপ জারি রাখে। আর কথা চলতে থাকার সময়ই পাঁচগ্রাম পুলিশের একটি দল গুমড়া বাজারে তাকে খুজতে থাকে। তখনই হঠাৎ করে সাফল্য এসে যায়। গুমড়া বাজার থেকেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, করিমগঞ্জের কুখ্যাত কয়লা মাফিয়া আহাদ উদ্দিন বিগত এক বছর আগে এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সে সময় তার ডানহাত হিসেবে কাজ করত মুস্তাক। তাদের দুজনের মদতে তখন শ’ শ’ গাড়ি কয়লা বরাকে প্রবেশ করে। তবে আহাদ গ্রেফতার হওয়ার পর মুস্তাক আত্মগোপন করেছিল। এরপর সে ভিডিও বার্তায় কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈনের নাম জুড়ে দেয়। সে তখন বলেছিল, বিধায়কের সঙ্গে কয়লা বাণিজ্যে তার সম্পর্ক রয়েছে। কিন্তু সে নিজে পুলিশের চোখে ধুলো দিয়েই এতদিন ছিল। পুলিশ মনে করে, লদু ওরফে মুস্তাক গ্রেফতার হওয়ায় বহুচর্চিত কয়লা কেলেঙ্কারির নতুন তথ্য পাওয়া যাবে।

November 17: In a dramatic sequence, coal mafia Mustaq Ahmed Tapadar alias Lodu was arrested by the police. Lodu was nabbed by the police in a case registered at Panchgram Police Station. After much hide and seek, police was successful in their mission of arresting him at night.

A Police source informed that Lodu was trying since the last few days to bring 40 coal-laden trucks to Barak Valley. Police got the information and was waiting at Ghumra Bazar to catch him red-handed. Police in the guise of a potential coal purchaser kept Lodu busy over mobile. While Lodu was busy talking over telephone with the police in the guise of a customer, another police team from Panchgram was busy searching him at Ghumra Bazar area. All of a sudden they could spot Lodu talking over telephone. At once, without allowing him to understand anything, the police force nabbed him there.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker