Barak UpdatesAnalyticsBreaking News
বর্ষণে ইতি, অষ্টমী থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা
২৩ অক্টোবর : দর্শনার্থীদের জন্য খুশির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া দফতর। শুক্রবার সারা দিন অতি বৃষ্টিপাতের পর আকাশ পরিস্কার হতে শুরু করেছে। ফলে শনিবার অর্থাৎ অষ্টমী থেকে বৃষ্টিপাত না থাকার সম্ভাবনাই বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত রাত থেকেই ত্রিপুরা ও অসমে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে অঝোরে বৃষ্টিপাতের দরুন বিভিন্ন পুজো কমিটির আয়োজকরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েন। একে তো কোভিড প্রটোকলের মধ্যে নিয়মরক্ষার পুজো, তার ওপর টানা বৃষ্টিতে দর্শনার্থীদের মন খারাপ হয়ে গিয়েছিল। কারণ, অবিরাম বর্ষণে বাড়ির বাইরে বের হওয়ার কোনও উপায় ছিল না।
কিন্তু সন্ধ্যের পর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। সাতটা পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি হওয়ার পর তা ধরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে। প্রসঙ্গত, আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে শুক্রবার দিনভর ত্রিপুরা এবং অসমে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর এ সম্পর্কে সতর্কতাও জারি করেছিল। ওই আধিকারিক আরও জানান, শনিবার মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে আকাশ পুরো পরিষ্কার হয়ে যাবে।