India & World UpdatesAnalyticsBreaking News

দিল্লি হিংসার চার্জশিটে এ বার সলমন খুরশিদের নাম

২৪ সেপ্টেম্বর : দিল্লি হিংসার চার্জশিটে এ বার বর্ষীয়ান কংগ্রেসে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদের নাম রয়েছে। দিল্লি পুলিশ এই চার্জশিটে অভিযোগ করেছে, ‘‌প্ররোচনামূলক বক্তৃতা’‌ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। গত ১৭ সেপ্টেম্বর ১৭০০ পাতার চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। এতে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীদের জেরা করে জানা গিয়েছে, ‘উমর খালিদ, সলমন খুরশিদ এবং নাদিম খান- সিএএ বিরোধী আন্দোলনে উপস্থিত হয়ে প্ররোচনামূলক বক্তৃতা দিয়েছিলেন। যা রাজধানীর বুকে হিংসাকে তরান্বিত করেছিল।

ঠিক কী ধরনের প্ররোচনা দিয়েছিলেন কংগ্রেস নেতা খুরশিদ, তা অবশ্য স্পষ্ট করে চার্জশিটে লেখেনি পুলিশ। এমনকী সাক্ষীর নামও বলা হয়নি। শুধু জানানো হয়েছে, এই সাক্ষীর বিরুদ্ধে সাম্প্রদায়িক সংঘর্ষের ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। যে দলটি ফেব্রুয়ারিতে ওই সংঘর্ষের ষড়যন্ত্র করেছিল, সেই দলের অন্যতম সদস্য হলেন এই সাক্ষী। অপরাধ আইনের ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ান রেকর্ডের সময় সলমন খুরশিদের নাম নেন অভিযুক্ত। তাই এই অভিযোগটি আইনের চোখে ফেলনা নয়। অন্য এক অভিযুক্তও পুলিশের কাছে বয়ান রেকর্ডের সময় সলমন খুরশিদের নাম নিয়েছেন।

চার্জশিটে নাম থাকার কথা শুনে দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন সলমন খুরশিদ। তিনি বলেছেন, দিল্লি পুলিশ ডাকলে জানতে চাইব, আমার কোন বক্তৃতায় হিংসার প্ররোচনা ছিল? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন, সিএএ নিয়ে প্রতিবাদসভায় তিনি সাংবিধানিক, বৈধ ইস্যুকে সমর্থন দিতেই গেছিলেন। এর আগে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, অধ্যাপিকা জয়তী ঘোষ-আরও কিছু বাম মনস্ক বুদ্ধিজীবীর নামও দিল্লি হিংসার চার্জশিটে উঠেছিল। কংগ্রেসের তরফেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশকে বিরোধীদের উপর বুলডোজার চালানোর জন্য ব্যবহার করছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দিল্লি পুলিশ এখন বিজেপি তথা আরএসএসের বাহিনীতে পরিণত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker