Barak UpdatesBreaking News
ধলাইয়ে আরেক পূর্ত সড়কের শিলান্যাস
Foundation stone of another PWD road laid by Parimal Suklabaidya

২৭ অক্টোবর : ধলাই বিধানসভার পানিভরা-মালুগ্রাম পূর্ত সড়ক ঠিক হতে চলেছে। শনিবার ৫৮ লক্ষ টাকার কাজের শিলান্যাস করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই উপলক্ষে কৃষ্ণচরণ হাইস্কুলে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । এতে কুশল কুঁওর বৃদ্ধ পেনশন প্রকল্পের জন্য ষাটোর্ধ বয়সের লোকদের বৃদ্ধ ভাতা প্রদান করেন মন্ত্রী শুক্লবৈদ্য ।
এই উপলক্ষে সমীরণ চন্দ্র পালের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী ছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের সুপারিন্টেন্ডিং ই্ঞ্জিনিয়ার গৌতম সিকদার, প্রাক্তন জিলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, পূর্ত বিভাগের এসডিও শিবতোষ দেবনাথ, ভূষণ পাল প্রমুখ। মন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি গরীব মানুষের জন্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব দিতে সকলকে পরামর্শ দেন। পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন পাল, বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি শশাঙ্ক চন্দ্র পাল, শিক্ষাবিদ সুরজিৎ পালও বক্তব্য রাখেন।