AnalyticsBreaking News

প্রতিমন্ত্রী মর্যাদায় চেয়ারম্যান আমিনুল হক
Aminul Haque promoted to the rank & status of Minister of State

২৩ অক্টোবর : সোনাইয়ের বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর আসাম মাইনোরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তাঁর এই পদটি রাজ্যের প্রতিমন্ত্রীর সম মর্যাদা সম্পন্ন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সোমবার এক সরকারি নির্দেশে ৪৯ জনকে মনোনয়ন দিয়েছেন, যাদের মধ্যে বিধায়ক ও প্রাক্তন মুখ্য সচিবরা রয়েছেন। নিয়োগ প্রাপ্তদের সবাই কেবিনেট বা প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন হবেন।

যেসব বিধায়ক কেবিনেট মন্ত্রীর সম মর্যাদা পাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন রমেন্দ্র নারায়ণ কলিতা, ইমানুয়েল মসাহারি, অমল বৈশ্য, বলিন চেতিয়া, ইন্দ্র গগৈ, রমাকান্ত দেউরি, নব বৈশ্য ও অশোক সিংহল।

প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়া বিধায়করা হলেন মুকুন্ত ডেকা, আমিনুল হক লস্কর, আমিদুর রহমান, ড. নুরুল মুমিন, নীরেন বৈশ্য, গুরুজ্যোতি দাস, স্বপন মুন্ডা, অশ্বিনী রায় সরকার, দীপক কুমার রাভা, রূপা কামান, প্রবীণ হাজরিকা, হরিচরণ বড়ো, রুমি গোস্বামী, অমিয়া বরা, সীমাঞ্চল দিঘল, বুবুল দাস, দিলীপ দাস, লংকি ফাংচো, বনানী কেম্প্রাই, সনু রায়, শিবজি দুবে ও কমল ডেকা। বিশিষ্ট কণ্ঠশিল্পী তথা বিজেপি বিধায়ক কৃষ্ণমণি চুতিয়া সম্প্রতি দলের সমালোচনায় মুখর হলেও তাঁকে অন্যান্য অনুন্নত শ্রেণির জন্য আসাম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারপার্সন করে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

তাছাড়া দু’জন অবসরপ্রাপ্ত মুখ্য সচিবকেও নিয়োগ করা হয়েছে। অবসরপ্রাপ্ত আইএস অফিসার বিনোদ কুমার পিপারসোনিয়াকে দু’বছরের জন্য এপিডিসিএল, এপিজিসিএল ও এইজিসিএল-এর চেয়ারম্যান করা হয়েছে। আগামী দু’বছর তিনি মুখ্য সচিবের সম মর্যাদা সম্পন্ন পদে থাকবেন। আরেক অবসরপ্রাপ্ত আইএস আধিকারিক টিওয়াই দাসকে মুখ্য সচিবের মর্যাদার ষষ্ঠ আসাম অর্থ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।

অন্যদিকে, ৪৯ জনের মধ্যে ১৩ জনকে আসাম সরকারের অধীনে থাকা বিভিন্ন পর্ষদের সঞ্চালক পদে নিয়োগ করা হয়েছে। তারা হলেন নিত্যভূষণ দে, শংকর দাস, অনুপ সিং রাজপুরোহিত, ভবেন শর্মা, ড. প্রদীপ ঠাকুরিয়া, তরুণ বরুয়া মরান, মহেন্দ্র কনোয়ার, হেমচন্দ্র দোলে, অদ্যুত ফুকন, আব্দুল সুবহান, জনাব মতিউর রহমান, তবিবুর রহমান ও রহিম জিবরান।

october 23: BJP MLA from Sonai constituency, Aminul Haque Laskar was appointed as the Chairperson of Assam Minorities Development & Finance Corporation Ltd. in the rank and status of Minister of State. According to a Government press release, Assam Chief Minister, Sarbananda Sonowal on Monday approved appointment of 49 people, including MLAs and former Chief Secretaries in different posts in the State. They have been allotted rank and status of either Cabinet Minister or Minister of State.

The MLAs who were elevated to the rank and status of Cabinet Minister are Ramendra Narayan Kalita, Emmanuel Mosahary, Amal Baishya, Bolin Chetia, Indra Gogoi, Rama Kanta Dewri, Naba Baishya and Ashok Singhal.

Those MLAs who were appointed in the rank and status of Minister of State include Mukuta Deka, Aminul Haque Laskar, Amidur Rahman, Dr. Numal Momin, Niren Baishya, Gurujyoti Das, Swapan Monda, Ashwini Ray Sarkar, Dipak Kumar Rabha, Rupa Kaman, Prabin Hazarika, Haricharan Boro, Rumi Goswami, Amia Bora, Simanchal Dighal, Bubul Das, Dilip Das, Lonki Fangso, Banani Kemprai, Sonu Roy, Shivji Dubey and Kamal Deka. Renowned singer & BJP MLA Krishna Moni Chutia, who recently became vocal against the BJP, was appointed as Vice Chairperson of Assam State Development Corporation for Other Backward Classes Ltd. in the rank and status of Minister of State.

Meanwhile, two retired Chief Secretaries of Assam were also given appointment. Vinod Kumar Pipersenia, IAS (Retd) as chairman, APDCL, APGCL and AEGCL in the rank and status of Chief Secretary for a period of two years with effect from taking over charge vice Jishnu Baruah and T.Y. Das, IAS (Retd) has been appointed as Chairperson of 6th Assam Finance Commission in the rank and status of Chief Secretary.

Further, 13 among the total of 49 were appointed as Directors of different Boards of the State Government. They are Nitya Bhushan Dey, Sankar Das, Anup Singh Rajpurohit, Bhaben Sarma, Dr. Pradip Thakuria, Tarun Baruah Moran, Mahendra Konwar, Hemchandra Doley, Adyut Phukan, Abdul Subhan, Jonab Matiur Rahman, Tobibur Rahman and Rahim Zibran.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker