Barak UpdatesAnalyticsBreaking News
করোনা টেস্টিংয়ে আরেকটি ল্যাব হচ্ছে শিলচর মেডিক্যালেAnother COVID-19 testing lab to come up at Silchar Medical
পরিচালন সমিতির সভায় জানালেন সাংসদ রাজদীপMP Rajdeep informs this at the meeting of Governing Body
১৬ জুন : করোনা রোগীদের দ্রুত টেস্টিং করার জন্য আরও একটি নতুন ল্যাব হচ্ছে শিলচর মেডিক্যাল কলেজে। আগামীতে করোনা সংক্রমণ আরও বাড়লে অতিরিক্ত ল্যাবের প্রয়োজন হতে পারে চিন্তা করে রাজ্য সরকার একটি নতুন করোনা টেস্টিং মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবরেটরি বরাদ্দ করেছে। সোমবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালন সমিতির বৈঠকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান তথা শিলচরের সাংসদ রাজদীপ রায়।
পরিচালন সমিতির এই বৈঠকে এ দিন মূলত জেলার করোনা পরিস্থিতি ভালভাবে খতিয়ে দেখা হয়। মেডিক্যাল অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া জানিয়েছেন, জেলায় করোনা রোগীর সংখ্যা বাড়লেও তা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তারা। তাছাড়া মেডিক্যাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার ওপর সভায় আলোচনা হয়।
এ দিনের বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন মেডিক্যালের পরিচালন সমিতির চেয়ারম্যান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মেডিক্যাল কলেজের কর্মকর্তারা। প্রজেক্টারে মেডিক্যালের বিভিন্ন কাজকর্মের বিবরণও তুলে ধরা হয়েছে।