Barak UpdatesCultureBreaking News
প্রকাশিত হল ই-সাহিত্য পত্রিকা দারুহরিদ্রা
৯ জুন : শহর শিলচরের তরুণ প্রকাশনা দারুহরিদ্রা-র আরেক নতুন উদ্যোগ। এ বছরের ফেব্রুয়ারি মাসে মুদ্রিত মাসিক সাহিত্য পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করেছিল দারুহরিদ্রা প্রকাশনার পত্রিকা ‘দারুহরিদ্রা’। লকডাউনের সময়ে এপ্রিল মাসে আবার প্রকাশনার উদ্যোগে প্রথম আন্তর্জাল সংস্করণও প্রকাশিত হয়। দু’টিই পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছিল। সোমবার তাদের ই-ম্যাগাজিন প্রকাশনার নিজস্ব ফেসবুক পেজে আপলোডের মাধ্যমে আত্মপ্রকাশ করল।
প্রাথমিকভাবে সাহিত্যের সাতটি বিভাগ নিয়ে প্রকাশ হল ই-ম্যাগাজিনটি। সংখ্যাটি সাজানো হয়েছে মিথিলেশ ভট্টাচার্যের ‘বাবলির জন্য রূপকথা’ নামে প্রথম পূর্ণাঙ্গ উপন্যাসের ধারাবাহিক দিয়ে। সেই সঙ্গে কবি সঞ্জয় চক্রবর্তীর এক গুচ্ছ কবিতা, অমিতাভ দেব চৌধুরীর প্রবন্ধ, নবকান্ত বরুয়ার কবিতার অনুবাদ ছাড়াও আছে বাংলাদেশের বিশিষ্ট কবি এবং অধ্যাপক শামিম রেজার সাক্ষাৎকার।দারুহরিদ্রা পড়তে এই লিংকে ক্লিক করুন – https://daruharidra.com/