Barak Updates

মাধ্যমিকে রাতাবাড়িতে সেরা রামকৃষ্ণনগর জিসি পাল একাডেমির সুচিস্মিতা

৬ জুন: রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে মাধ্যমিকে সেরা ফলাফল হয়েছে জিসি পাল মেমোরিয়াল একাডেমিতে। রামকৃষ্ণনগরের অগ্রণী এই শিক্ষা-প্রতিষ্ঠান এবারও তার শৈক্ষিক মানদণ্ডের নজির রেখেছে। বিদ্যালয়ে এবছর মাধ্যমিকে উত্তীর্ণের হার ১০০ শতাংশ।পরীক্ষায় বসেছিল ১৭ পড়ুয়া। এরমধ্যে প্রথম বিভাগে পাশ করেছে ১৪। বাকি ৩ দ্বিতীয় বিভাগে। সবমিলিয়ে ৩ স্টার, ৩ ডিস্টিংশন সহ ৪২টি লেটার এসেছে স্কুলটিতে । ৯৪ শতাংশ নম্বর ও সব বিষয়ে লেটার পেয়ে পুরো বিধানসভা এলাকার সুনাম অক্ষুন্ন রেখেছে এই বিদ্যালয়েরই সুচিস্মিতা বিশ্বাস।

Rananuj

একাডেমি ও জিসি পাল কলেজ অব এডুকেশন-এর ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণরঞ্জন পাল প্রত্যেক শিক্ষার্থীকে তাদের সফলতার জন্য অভিনন্দন জানান। এদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। একই সঙ্গে ছাত্র-ছাত্রীকে গড়ে তুলতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথাও স্বীকার করেন। স্কুল পরিচালনায় প্রতিটা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান অভিভাবকদেরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker