India & World UpdatesAnalyticsBreaking News
ডিজিটাল মাধ্যমে প্রথম বর্ষপূর্তি পালন করবে মোদি সরকার
২৬ মে : ভারতীয় জনতা পার্টি মোদি সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম বছর পূর্তি ডিজিটাল মাধ্যমে করবে। সরকারের উপলব্ধিগুলো জানাতে সারা দেশে ভার্চুয়াল র্যালি ও সাংবাদিক বৈঠক করা হবে। দল সিদ্ধান্ত নিয়েছে যে, করোনা মহামারির জন্য কোনও প্রকাশ্য অনুষ্ঠান হবে না। নরেন্দ্র মোদি গত বছরের ৩০ মে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন। বলা হয়েছে যে, এই ডিজিটাল কর্মসূচিও ৩০ মে থেকে শুরু হতে পারে। রাজ্য প্রধান ও অন্য বিজেপি নেতাদের পাঠানো চিঠির জবাবে সাধারণ সম্পাদক অরুণ সিংহ লিখেছেন, সব বড় রাজ্যের প্রধান কম করেও দুটি ও ছোট রাজ্যগুলোর পক্ষে কম করেও একটি ভার্চুয়াল র্যালির আয়োজন করা হবে। প্রতিটি র্যালিতে কম করেও ৭৫০ জএর উপস্থিতি থাকতে হবে। সারা দশে ২ হাজারের বেশি অনলাইন কনফারেন্সের আয়োজন করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী ও দলের প্রবীণ নেতা সহ প্রায় ১৫০ জন নেতা কনফারেন্সে ভাষণ দেবেন। বিজেপির অধ্যক্ষ জে পে নাড্ডাও ফেসবুক লাইভে ভাষণ দেবেন। এই কর্মসূচিতে সোশ্যাল ডিসটেন্সিং-এর ওপর বিশেষ খেয়াল রাখা হবে।