CultureBreaking News
ভাবনার খোরাক দিল আজকের প্রজন্মের শর্টফিল্ম ‘সংযম’
২৬ এপ্রিল : স্ক্রিপ্ট লেখা হল। সেই স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অভিনেতা-অভিনেত্রীরা ডায়লগ মুখস্থ করলেন। এরপর সবাই যে যার বাড়ি থেকে ভিডিও করিয়ে করে পাঠালেন আবার সেই হোয়াটসঅ্যাপেই। আর ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে দৃশ্য ও সংলাপগুলি সম্পাদনা করে সেটা রিলিজ করে দেওয়া হল সোশাল মিডিয়ায়।
এরপর আর কী! লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা। হ্যাঁ, এভাবেই লকডাউনের ঘরবন্দি সময়টাকে কাজে লাগিয়ে শিলচরের তরূণদের নাট্যদল আজকের প্রজন্ম তৈরি করে ফেলল একটি স্বল্প দৈর্ঘের মোবাইল মুভি ‘সংযম’। ফেক নিউজ প্রতিহত করার বার্তাকে সামনে রেখেই এই মোবাইল মুভি তৈরি করল তারা, যা সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। অভিনেতারা লকডাউনের যাবতীয় নিয়ম মেনেই হোম ভিডিও প্রোডাকশনটি তৈরি করেছেন বলে জানালেন এই নাট্য সংস্থার নির্দেশক সায়ন বিশ্বাস। স্ক্রিপ্ট ও এডিটিংয়ে ভাল কাজ করেছেন সোমশিখা মজুমদার।
অভিনয়ে অরিত্র ধর, অনির্বাণ রায়, রিহা পাল ও অঙ্কিতা দেব বিশেষ নজর কেড়েছেন। ভিডিওটি সময়ের প্রেক্ষিতে খুব প্রাসঙ্গিক এবং সেটা ফেক নিউজ থেকে মানুষকে সচেতন করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেই অভিমত প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। শুধু তাই নয়, প্রযুক্তির ব্যবহারে নাট্যশিল্পীদের এমন কাজ আগামী দিনগুলোতে মানুষের কাছে নিজেদের কথা পৌঁছানোর একটা ভিন্ন দিক উন্মোচন করতে পারে বলেই মনে করছেন অনেকে।