India & World UpdatesAnalyticsBreaking News
করোনা : এনসিসি-রেডক্রসের মতো সংগঠনকে নিয়ে প্রশিক্ষিত বাহিনী তৈরি করছে কেন্দ্র
৮ এপ্রিল : করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এ বার বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে কাজে লাগাতে চাইছে সরকার। এই ইঙ্গিত অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তা কার্যকর হতে চলেছে। এর জন্য এনসিসি, এনএসএ, ভারতীয় রেডক্রস সোসাইটি, বিএসজি ইত্যাদি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
করোনা ভাইরাসের সংক্রমণ গোটা বিশ্বের সঙ্গে ভারতেও বাড়তে শুরু করেছে। চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীরা দিনরাত করে কাজ করে চলেছেন। এবার তাঁদের সাহায্যে বিশাল সংখ্যক বাহিনী নামাতে চলেছে কেন্দ্র। বিশেষ প্রশিক্ষণ নিয়ে এই বাহিনী কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্তে এঁদের পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এই বাহিনী তৈরি করা হবে এনসিসি এনএসএ, ভারতীয় রেডক্রস সোসাইটি, বিএসজি সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে। ইতিমধ্যেই অনলাইনে ট্রেনিং মডিউল তাঁদের জন্য প্রকাশ করা হয়েছে এবং সব সরকারি দফতরে তাঁদের প্রশিক্ষন দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দিয়ে তাঁদের কাজে নামানো হবে বলে জানানো হয়েছে।
ভারতে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৪৯-এ পৌঁছে গিয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আকার নিয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৫০০০। লকডাউন বাড়ানোর চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। কয়েকটি রাজ্য অবশ্য লকডাউন বাড়ানোর পথে নিজেদের মত জানিয়েছে।
I want to join
Good, I want to join