Barak UpdatesBreaking News
টিন দিয়ে ঢাকাই রইল স্টেশনের গম্বুজ
২৮ সেপ্টেম্বর : শিলচর রেল স্টেশনের পুরনো সৌন্দর্য তথা কাছাড়ের ঐতিহাসিক ডিমাসা রাজবাড়ির আদলে নির্মিত গম্বুজ সহ এ অঞ্চলের ভাষা সংগ্রামের ইতিহাস, চা বাগান এবং বহুভাষিক লোকসংস্কৃতির বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে খুব শীঘ্রই স্টেশনের সৌন্দর্যায়ন প্রকল্প ঘোষণা করার দাবি জানাল ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি। শিলচর স্টেশনের সম্মান পুনরুদ্ধারে সমিতি আগামী শনিবার দুপুর সাড়ে বারোটায় কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের প্রধান তথা ডিআরএম-কে একটি স্মারকপত্র পাঠাবে।
শিলচর স্টেশনের প্রবেশমুখের গম্বুজটি কাছাড়ের ঐতিহাসিক ডিমাসা রাজার শিল্পবোধে তৈরি। ২০০৭ সালে ওই গম্বুজটিতে ফাটল দেখা দেয়। তার পরেই সংস্কারের নামে তার উপর টিন লাগিয়ে দেয় রেল কর্তৃপক্ষ।
এ নিয়ে প্রতিবাদ জানালে সেদিন রেল কর্তৃপক্ষ স্পষ্ট বলেছিল, বিষয়টা নিতান্তই কম সময়ের জন্য। রেল কর্তৃপক্ষ এও জানিয়েছিল, ব্রডগেজ স্টেশনের নতুন ভবন সেই আদলেই হবে। মেগাব্লকের নিস্তব্ধতা কাটিয়ে বহু প্রতীক্ষিত ব্রডগেজ শুরু হয় ২০১৫ এর মার্চে। সে সময় থেকে, বরাক উপত্যকা এবং ত্রিপুরায় একের পর এক নতুন স্টেশন তৈরি হয়। প্রায় সবকটিতে অসাধারণ কারুকার্য আর শিল্পকর্ম সহ স্থানীয় ইতিহাসকে সম্মান করে। এমনকি, অনেকগুলো পুরনো স্টেশনের ভোল পাল্টাতে গিয়েও ইতিহাসকে যথাযথ সম্মান করা হয়েছে। এর মধ্য দিয়ে এই অঞ্চলকেই সম্মানিত করেন রেল কর্তৃপক্ষ। সঙ্গে উল্লেখ করতে হয় বিভাগীয় কর্তাদের সৌন্দর্যবোধের কথা।
আক্ষেপের কথা, সবটাই হয়েছে শিলচরকে বাদ দিয়ে। সৌন্দর্যায়ন তো দূরঅস্ত, পুরনো ফাটল ধরা গম্বুজটি আজও টিন দিয়ে ঢাকা। যার সঙ্গে ঢাকা পড়ে রয়েছে শহরের বহুভাষিক মানুষের সম্পর্ক আর বহুত্ব।
Pl add