Barak UpdatesIndia & World UpdatesBreaking News
সুদ কমছে সঞ্চয় প্রকল্পে
১ এপ্রিল: বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ কমাল কেন্দ্র। মঙ্গলবার নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করে কেন্দ্র। এক বছর থেকে পাঁচ বছরের মেয়াদি আমানত, পাঁচ বছরের রেকারিং ডিপোজিট, সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম, মাসিক আয় প্রকল্প, এনএসসি, কেভিপি, পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনা, সবগুলিরই সুদের হার এক ধাক্কায় কমছে। ফলে ধাক্কা খাবে স্বল্প সঞ্চয় প্রকল্প নির্ভর প্রবীণদের আয়। কর বাঁচাতে বা ভবিষ্যতের কথা মাথায় রেখে পিপিএফে যে সব চাকরিজীবী টাকা রাখেন, তাঁদের সুদও প্রত্যাশামত হবে না।
অর্থ মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তী, রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমাচ্ছে। সরকারি ঋণপত্রে বিদেশিদের লগ্নির দরজাও খুলে দেওয়া হচ্ছে। ফলে স্বল্প সঞ্চয়ের সুদের হারকেও নীচের দিকে কমানোর জন্য চাপ পড়বে।
পিপিএফ ৭.৯ থেকে ৭.১ শতাংশ, এনএসসি ৭.৯ থেকে ৬.৮, কেভিপি ৭.৬ থেকে ৬.৯ শতাংশে (মেয়াদ ১১৩-র বদলে ১২৪ মাস), এমআইএস ৭.৬ থেকে ৬.৬ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি ৮.৪ থেকে ৭.৬ শতাংশ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ৮.৬ থেকে ৭.৪ শতাংশ, রেকারিং ৭.২ থেকে ৫.৮ শতাংশ হয়েছে৷ বদলায়নি শুধু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ ৪ শতাংশ অপরিবর্তিত৷