NE UpdatesAnalyticsBreaking News
Assam declared as disturbed area again for 6 monthsফের আগামী ৬ মাসের জন্য আসাম অশান্ত অঞ্চল
১৯ মার্চ : আসাম সরকার আগামী ৬ মাসের জন্য সমগ্র রাজ্য অশান্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। ফলে আগামী ৬ মাসের জন্য আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৫৮ বলবৎ থাকবে। রাজ্যকে অশান্ত অঞ্চল বিবেচনা করে আসাম সরকারের সুপারিশের ভিত্তিতে এর সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের কয়েকটি সশস্ত্র উগ্রপন্থী সংগঠন মূল স্রোতে ফিরে এলেও নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত বছরের ২৮ আগস্ট থেকে ছয় মাসের জন্য এই আফস্পা আইন জারি করা হয়েছিল। সে অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি এর মেয়াদ শেষ হয়েছে। তাছাড়া গত মে মাসে আসাম থেকে আফস্পা প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছিল স্বরাষ্ট্র বিভাগ। কিন্তু সাম্প্রতিক নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করে রাজ্যের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগ আফস্পাকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারিভাবে বলা হয়েছে,আসামের গত ছয় মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে আসাম সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন ১৯৯৮ ধারা ৩ অনুযায়ী সারা আসাম রাজ্যকে আগামী ৬ মাস পর্যন্ত অশান্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য, আসাম, নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশের ১৩টি জেলায় আফস্পা বহাল রয়েছে। তবে ত্রিপুরা ও মেঘালয় থেকে ইতিমধ্যেই এই আইন প্রত্যাহার করা হয়েছে।