NE UpdatesBarak UpdatesBreaking News
Corona: Gauhati High Court to hear only very important casesকরোনা মোকাবিলায় গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ
১৫ মার্চ : করোনা ভাইরাস আতঙ্কে সাবধানতা অবম্বন করতে গিয়ে গুয়াহাটি হাইকোর্টও কিছু নির্দেশ জারি করেছে। এই নির্দেশে বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ ইস্যুতেই হাইকোর্ট আগামী কয়েক দিন রায়দান করবে। এক্ষেত্রে আইনজীবী সহ একজন ব্যক্তি কক্ষের ভেতর থাকতে পারবেন।
এতে বলা হয়েছে, যদি কোনও বিষয় খুব জরুরি বলে গণ্য করা হয়, সেই বিষয়ের ওপরই রায়দান করা হবে। এর বাইরে অন্য বিষয়ের ওপর রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আদালত। আগামী কয়েকদিনে আদালতে প্রবেশের জন্য ৪ নম্বর গেট ও প্রস্থানের জন্য ১ নম্বর গেট ব্যবহার করা হবে।
নির্দেশে এও বলা হয়, আদালতে প্রবেশের আগে সব কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আদালত চত্বরে বিদেশি কোনও ব্যক্তির প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। একইভাবে আইজল, কোহিমা ও ইটানগরকেও যথোচিত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।