Barak UpdatesBreaking News

আবির কমেছে, দোলে জায়গা করে নিয়েছে ফুলের পাপড়ি
flower petals pave way for colours during Holi

৯ মার্চ: আবির নেই, রঙ নেই! কীসের দোল, কীসের হোলি! সকালে শিলচরে এমনটাই মনে হয়েছিল৷ কয়েক বছর ধরে কীর্তনাশ্রয় সাড়া জাগিয়ে নগরকীর্তন করত৷ সোমবার সকালে একঘণ্টা অপেক্ষা করেও ৭-৮ জনের বেশি মানুষ পাননি৷ তারাই সঙ্গীত বিদ্যালয় থেকে প্রেমতলা হয়ে ফিরে যায়৷ নৃত্যায়নের শোভাযাত্রাও তত সাড়া জাগায়নি৷ অন্য বছরের চেয়ে কম কিশোর-কিশোরী ও অভিভাবকদের দেখা গিয়েছে৷ এ যেন, খেলব হোলি, রঙ দেব না, তাই কখনো হয়!  তবে আবির নিয়ে করোনা আতঙ্কে ফুলের কদর বেড়েছে৷

তবে সন্ধ্যার অনুষ্ঠানগুলিতে শিল্পী ও দর্শনার্থী ভাল ছিল৷ বিশেষ করে, রবীন্দ্রমূর্তির পাদদেশে আর্য সংস্কৃতি বোধনী সমিতির অনুষ্ঠানে স্থান সঙ্কুলান হচ্ছিল না৷ তাদের অবশ্য আবির বা রঙের ব্যাপার নেই৷ দূরদর্শিতার সঙ্গে কয়েক বছর ধরে তাঁরা করছে ”দিয়ে ফুল, হবে দোল”৷ ফুলের পাপড়ি ছড়িয়েই তাঁরা মেতে ওঠেন দোলোৎসবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker