India & World UpdatesSportsBreaking News

Former football coach P.K. Banerjee in ventilation
প্রাক্তন কোচ-ফুটবলার পিকে ব্যানার্জি ভেন্টিলেশনে

৩ মার্চ : কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জি গত ৭ জানুয়ারি থেকে কলকাতায় বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার শরীরে ঠিকমত অক্সিজেন সঞ্চালিত না হওয়ায় ৮৩ বছর বয়সী এই প্রাক্তন কোচ এবং ফুটবলারকে ভেন্টিলেশনে রাখা হয়। তাঁর পরিবারের এক সদস্য জানান, এ দিন দুপুরে শ্বাসকষ্ট শুরু হওয়ার পরেই হাসপাতালের পক্ষ থেকে তাদের ডেকে পাঠিয়ে পিকে বন্ধ্যোপাধ্যায়কে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেয়।

ফুটবল জীবনে অনবদ্য সাফল্যের পাশাপাশি কোচ হিসেবেও দুর্দান্ত সফল পিকে। ফুটবলার হিসেবে ইস্টার্ন রেলের জার্সি গায়ে খেলেছেন। ১৯৫৮ সালে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টার্ন রেলের সদস্য ছিলেন। কোনও বড় ক্লাবে না খেললেও জাতীয় দলের হয়ে একাধিক সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৬০-য় রোম অলিম্পিকে ফ্রান্সের বিরুদ্ধে গোল করেছিলেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ সালের এশিয়ান গেমসেও ছিলেন ভারতীয় দলে। এর মধ্যে ১৯৬২ এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। তবে শুধু ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবেও তাঁর সাফল্যের তালিকা দীর্ঘ। তাঁর পেপ টকে অনেক ফুটবলারই উদ্বুদ্ধ হয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker