NE UpdatesBarak UpdatesBreaking News

আইএমএ-র শিলচর সেমিনারে হার্ট-নিউরো চর্চা
Discussion on heart & neuro held in a IMA organised seminar at Silchar

২৫ ফেব্রুয়ারি: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাছাড় শাখা গত রবিবার তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এক সেমিনার তথা কন্টিনিউড মেডিক্যাল এডুকেশন-এর আয়োজন করে৷ সহায়তায় গুয়াহাটির হায়াত সুপারস্পেশালিটি হসপিটাল৷ রিসোর্সপার্সনরা সবাই ওই হাসপাতালেরই বিশেষজ্ঞ৷

‘কনজিনেটাল হার্ট ডিজিজ–ইন্ডিয়ান সিনারিও’ বিষয়ে বলেন ডা. সুরজকুমার প্রধান৷ ‘অ্যাডভান্সেস ইন নিউরোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ ব্রেন অ্যান্ড স্পাইন প্যাথলজিস’ নিয়ে বক্তৃতা করেন ডা. অরিন্দম কাকতি৷ ডা. সবুরউদ্দিন আহমেদের বিষয় ছিল ‘নিউট্রিশনাল ম্যানেজমেন্ট অফ অ্যাকুউট প্যানক্রিয়াটিটিস’৷ এই সায়েন্টিফিক সেশন সঞ্চালনা করেন সংস্থার সায়েন্টিফিক সেক্রেটারি ডা. অভিনন্দন ভট্টাচার্য৷

সেমিনারের শুরুতে এই অঞ্চলের সদ্যপ্রয়াত ৩ চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ শিশুরোগ বিশেষজ্ঞ চন্দ্রশেখর দাসের জীবনাবসান হয় গত ২২ ফেব্রুয়ারি৷ ১১ ফেব্রুয়ারি প্রয়াত হন রেডিওলজির বিভাগীয় প্রধান ডা. বিজনকান্তি দে৷ এরই মধ্যে মারা যান রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস নেওগি৷ তিন চিকিৎসকের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় সেমিনারে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন৷

এ দিন কাছাড় ক্যানসার হাসপাতালের প্রতিষ্ঠাতাদের অন্যতম ডা. চিন্ময় চৌধুরী এবং পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত ডা. রবি কান্নানকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ তাঁদের একটি করে শাল ও অভিজ্ঞান পত্র দেওয়া হয়৷ সংস্থার কাছাড় শাখার সভাপতি ডা. কুশল কর তাঁর বক্তৃতায় ডা. কান্নানের পদ্মশ্রী পাওয়ার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন৷ তিনি তাঁকে বিশেষভাবে অভিনন্দিত করেন৷ শেষে ধন্যবাদসূচক বক্তৃতা করেন কোষাধ্যক্ষ ডা. প্রসেনজিত ঘোষ৷

সংস্থার সচিব ডা. রণবীর পাল জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয় ওই সেমিনার তথা সিএমইতে৷ ৬০ জনের বেশি চিকিৎসক তাতে উপস্থিত থেকে প্রশ্নোত্তরে অংশ নেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker