India & World UpdatesBreaking News

হিন্দু ধর্মের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে : ভাগবত
A deep conspiracy is going on against Hindu religion, says RSS Chief

২৪ ফেব্রুয়ারি : সনাতন ধর্ম-হিন্দু ধর্ম রক্ষার জন্য কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)| বিশ্বব্যাপী হিন্দু ধর্মের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। সনাতন ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করা দরকার। সোমবার ঝাড়খণ্ডের দেওঘরে এই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সরসংঘচালক মোহন ভাগবত।

সোমবার সকালে দেওঘরে পৌঁছন মোহন ভাগবত। দেওঘরে সতসঙ্গ আশ্রমের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাবা বৈদ্যনাথের পূজার্চনা করেন মোহন ভাগবত। এরপর সোমবার গিরিডি থেকে সড়কপথে দেওঘরে পৌঁছন তিনি। দেওঘরের সত্সঙ্গ আশ্রমে পৌঁছনোর পর আশ্রমের প্রধান শ্রীশ্রী দাদার (অশোক চক্রবর্তী) আশীর্বাদ নেন ভাগবত। এরপর সনাতন ধর্ম নিয়ে অশোক চক্রবর্তী ও মোহন ভাগবতের মধ্যে আলোচনা হয়। উদ্বেগ প্রকাশ করে সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, ‘সনাতন ধর্ম-হিন্দু ধর্ম রক্ষার জন্য কাজ করছে আরএসএস। বিশ্বব্যাপী হিন্দু ধর্মের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। সনাতন ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করা দরকার।’ প্রসঙ্গত, দেওঘর সফর শেষে এদিনই পশ্চিমবঙ্গের দুর্গাপুরে আসার কথা সরসংঘচালক মোহন ভাগবতের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker