Barak UpdatesCultureBreaking News

চল্লিশে রূপমের নাটক প্রতিযোগিতা, থিম সঙের সিডি উন্মোচন

১০ ফেব্রুয়ারি: সুস্মিতা হোমচৌধুরী, সীমা পুরকায়স্থ, নীলাঞ্জন পাল গাইলেন ‘নাটমহলে চল্লিশে রূপম’৷ বিশ্বরাজ ভট্টাচার্যের কথা আর হৃষিকেশ চক্রবর্তীর সুর৷ জমজমাট এই সিডি আসলে রূপমের একাঙ্ক নাটক প্রতিযোগিতার থিম সঙ৷ রূপমের এই প্রতিযোগিতার এবার ৪০ বছর পূর্তি৷ এই উপলক্ষেই থিম সঙের সিডি এক বিশেষ সংযোজন৷ শনিবার আনুষ্ঠানিকভাবে এর আবরণ উন্মোচন করেন রূপমের সভাপতি প্রদীপ দত্তরায়৷ সঙ্গে ছিলেন সম্পাদক নিখিল পাল সহ রাজকুমার পাল, কল্যাণ পাল, সত্যজিত দে, দেবাঞ্জন মুখোপাধ্যায়, জয় বরদিয়া, শিল্পী চক্রবর্তী প্রমুখ৷

Rananuj

নিখিলবাবু জানান, রূপমের নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার এ বার ৪০ বছর৷ মোট ৩৭টি দল এ বার নাটক প্রতিযোগিতায় অংশ নেবে৷ এর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বইর দলও রয়েছে৷ আসছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামের বিভিন্ন নাটক৷ নিখিলবাবুর কথায়, এ বার সার্থক সর্বভারতীয় চেহারা নিয়েছে৷

আগামী ১৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু হবে৷ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এর উদ্বোধন করবেন৷ কোথায় হবে এ বার এত নাটক, এটিই ছিল বড় প্রশ্ন৷ এরও সহজ সমাধান করে দিয়েছেন জেলাশাসক বর্ণালী শর্মা৷ তিনি জানিয়ে দিয়েছেন, জেলা গ্রন্থাগার এখনই ভাঙা হবে না৷ রূপমের প্রতিযোগিতা শেষ হওয়ার পরই ওই কাজে হাত দেওয়া হবে৷ এই ব্যাপারে কবীন্দ্র পুরকায়স্থ, দিলীপকুমার পালের ভূমিকারও প্রশংসা করেন নিখিল পাল, সত্যজিত দে-রা৷

১৫ ফেব্রুয়ারি প্রভাতফেরিরও উদ্যোগ নিয়েছেন তাঁরা৷ সকাল ৭টায় নরসিংটোলা ময়দান থেকে শোভাযাত্রা বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে জেলা গ্রন্থাগারে গিয়ে শেষ হবে৷

রূপম কর্তারা জানিয়েছেন, ২২ ফেব্রুয়ারি প্রতিযোগিতা চলবে৷ ২৩-২৪ দুদিন প্রদর্শনী৷ প্রতিযোগিতার দিনগুলিতে প্রবেশ অবাধ৷ অন্য দুদিন আমন্ত্রণমূলক প্রবেশ৷ ২৩ তারিখে সকালে নাট্য আলোচনা৷ বিকালে দুটি নৃত্যনাট্য বিরহিনী ও  বিভাজন৷ প্রথমটি করবে পশ্চিমবঙ্গের তপস্যা৷ দ্বিতীয়টি করবে বাংলাদেশের দল জীবনসংকেত৷ ২৪ তারিখে ত্রিপুরার নাট্যভূমি পরপর দুটি নাটক পরিবেশন করবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker