India & World UpdatesAnalyticsBreaking News

Metro, Railway Staff and Mediapersons can now cast vote by postal ballot in Delhi Assembly polls
কমিশনের যুগান্তকারী পদক্ষেপ! দিল্লিতে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রতিবন্ধী, অশীতিপর ব্যক্তি, রেলকর্মী ও সাংবাদিক

১৫ জানুয়ারি : দিল্লি ভোটে প্রথমবারের মতো এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। প্রতিবন্ধী এবং ৮০ বছরের ওপর থাকা ভোটাররা দিল্লি বিধানসভা ভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাছাড়া এই প্রথমবার দিল্লি মেট্রো, উত্তর রেলের কর্মচারী এবং যে সব সাংবাদিকরা ভোট কভারেজে নিযুক্ত রয়েছেন, তাঁরাও ভোট দেওয়ার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের ব্যবহার করতে পারবেন। এ পর্যন্ত পোস্টাল ব্যালটের সুবিধা পেতেন শুধুমাত্র ভোটের কাজে নিয়োজিত সশস্ত্র নিরাপত্তা রক্ষী এবং ভোটকর্মীরা।

বুধবার নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রণবীর সিং বলেন, এইসব গুরুত্বপূর্ণ পরিষেবায় থাকা কর্মীরা পোস্টাল ব্যালটের সুবিধা পেতে আগামী ১৯ জানুয়ারির মধ্যে ফর্ম ১২(ডি) পূরণ করে জমা দিতে হবে। তিনি জানান, এই পুরো প্রক্রিয়ার জন্য নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে। তাঁর কথায়, ভোট সংক্রান্ত কাজের জন্য যারা ভোট দিতে পারছেন না, বা প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের মধ্যে যারা ভোটকেন্দ্রে আসতে অসমর্থ, তাঁরা এই পদ্ধতির মাধ্যমে এ বার ভোটদান করতে পারবেন।

প্রসঙ্গত, প্রতিবন্ধী বা বয়স্ক ব্যক্তিদের ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে ভোটদান শুধু দিল্লির জন্যও সমস্যা নয়। বরাক সহ গোটা দেশেই প্রতিনিয়ত এ সমস্যার মুখে পড়েন পরিবারের মানুষ। তাছাড়া রেলের কর্মচারী সহ সাংবাদিকরা অনেকেই ভোটকে ঘিরে নিজেদের গুরুত্বপূর্ণ কাজের জন্য ভোটদান করতে পারেন না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত গোটা দেশে জারি হলে অনেকেই এ বার স্বস্তিতে ভোট দিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker