Barak UpdatesBreaking News

Birth anniversary of Swami Vivekananda held with pomp & splendor in Karimganj
করিমগঞ্জে বিবেকানন্দের জন্মদিনে ব্যাপক সাড়া

১৩ জানুয়ারি: রবিবার সাতসকালে ঠান্ডাকে উপেক্ষা করে করিমগঞ্জের কয়েক হাজার নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নিলেন‌৷ স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে শহর পরিক্রমা করেন তারাl রামকৃষ্ণ মিশনের সামনে স্বামীজির মর্মর মূর্তিতে পুষ্পাঞ্জলি প্রদান করে শোভাযাত্রার সূচনা করেন মিশনের প্রধান স্বামী প্রভাসানন্দ মহারাজ l বেশ কয়েকটি ট্যাবলোও ছিল৷ মিশন ছাড়াও ট্যাবলো নিয়ে উপস্থিত ছিল শহরের বেশকটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান l

মিশন থেকে বেরিয়ে শোভাযাত্রা শহিদ ক্ষুদিরাম সরণি,  ছন্তরবাজার পয়েন্ট-এর সামনে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ হয়ে স্টেশন রোড,  নেতাজি পয়েন্ট হয়ে সুভাষনগর, হাসপাতাল রোড, এস পি বাংলো রোড,থানা রোড, মহাত্মাগান্ধী রোড, শহিদ সরণি হয়ে মিশনে ফিরে সমাপ্ত হয় l সারা পথ মাইকযোগে স্বামীজির বার্তা প্রচারের সঙ্গে সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা l

মিশনের মহারাজ স্বামী প্রভাসানন্দ মানবজাতির সর্বক্ষেত্রে বিবেকানন্দকে অনুকরণ করার আবেদন জানান l
মিশনের ভক্তবৃন্দ ছাড়াও অংশ নেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী, বেবিল্যান্ড ইংলিশ স্কুল, বিবেকানন্দ বি এড কলেজ, ভারত বিকাশ পরিষদ, ফ্রন্টিয়ার কলেজ, সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্র-শিক্ষক সহ অন্যান বহু সংস্থার  সদস্যরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker