Barak UpdatesIndia & World UpdatesBreaking News
54 persons donated blood at Silchar Jain Bhavanআচার্যের জন্মশতবর্ষে রক্ত দিলেন ৫৪ শিষ্য-শিষ্যা
৬ জানুয়ারি: আচার্য শ্রীনানেশ জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার শিলচর জৈনভবনে রক্তদান শিবির আয়োজিত হয়৷ অনন্য মহোৎসব কর্মসূচির অধীনে এই শিবিরের আয়োজন করে যুব সমতা সঙ্ঘ৷ সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও এসএম দেব সিভিল হাসপাতাল৷ মোট ৫৪ জন ওই শিবিরে রক্তদান করেন৷ তাঁদের মধ্যে ৯ জন মহিলাও রয়েছেন৷ আরও ৯ রক্তদাতা এ দিন রক্তদানে আগ্রহী ছিলেন৷ কিন্তু হিমোগ্লোবিনের স্বল্পতা সহ বিভিন্ন সমস্যায় তারা রক্ত দিতে পারেননি৷
জৈন ভবনের এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীঅখিল ভারতবর্ষীয় সাধুমার্গী জৈন সঙ্ঘের জাতীয় সম্পাদক প্রকাশচান্দ সুরানা, জাতীয় আহ্বায়ক সুশীলকুমার কানকারিয়া, সমতা যুব সঙ্ঘের জাতীয় সম্পাদক নরেন্দ্রকূমার শেঠিয়া,মনোজকুমার পাল, মনোজকুমার সুরানা, ডা. সুব্রত নন্দী, জয় বরদিয়া, মধুসূদন কর, সিক্তা পাল, শ্বেতা রায় প্রমুখ৷