CultureBreaking News

রবিবারও নন্দিনীর একক অভিনয়ের উৎসবে বহু নাটক

৫ জানুয়ারি: অভিনব পরিকল্পনা৷ সুন্দর আয়োজন৷ খোলামেলা মঞ্চ৷ দর্শকের ভিড়৷ ওইভাবেই শুরু হল বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের দুই দিনের নাট্য উৎসবের৷ একই সঙ্গে শুরু হয়েছে বরাক উপত্যকায় সংগঠনের পথচলার ২০ বছর পূর্তি৷

শনিবার প্রদীপ জ্বালিয়ে একক অভিনয়ের নাট্য উৎসবের সূচনা করেন বিশিষ্ট অভিনেত্রী অদ্রিজা দাশগুপ্ত৷ সঙ্গে ছিলেন নন্দিনী কর্মকর্তা চন্দ্রিমা দত্ত, সুমিতা ঘোষ, শর্মিলা দত্ত ও মঞ্জুরি রায়৷ সভাপতি সুমিতা ঘোষের সংক্ষিপ্ত বক্তব্যের পরই নাটক শুরু হয়ে যায়৷ পরপর ছয়টি৷ একে একে নাটক পরিবেশন করেন সারস্বতের শান্তনু সেনগুপ্ত, নবারুণের চম্পা ভট্টাচার্য, নন্দিনীর রুমি রায়, বিবর্তনের গার্গী দেব, দশরূপকের স্বপন দাস এবং শিলচর কালচারাল ইউনিটের শেখর দেবরায়৷ রবিবারও রয়েছে ছয়টি নাটক৷.এদিনের বিশেষ আকর্ষণ কলকাতার উহিনী-খ্যাত অভিনেত্রী অদ্রিজা দাশগুপ্তের একক অভিনয়৷

একক অভিনয় শিলচরে নতুন নয়, কিন্তু একে উৎসবে পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রয়াস শিলচরে এই প্রথম দেখা গেল৷ সুমিতাদেবী স্বাগত ভাষণেই ঠিকই বলেছেন, নতুন কিছু করার একটা চেষ্টা নন্দিনীদের সব সময়ই থাকে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker