NE UpdatesBarak UpdatesBreaking News
জিরিবামেও এখন আইএলপিILP now in Jiribam also
২ জানুয়ারি: বছরের প্রথম দিন থেকেই মণিপুরে ঢোকার জন্য ইনারলাইন পারমিট লাগছে। অসম সীমানায় জিরিবামে, নাগাল্যান্ড প্রান্তের মাও, মায়ানমার আন্তর্জাতিক সীমান্তের মোরে প্রবেশপথে আইএলপি কাউন্টার খোলা হয়েছে৷ বীর টিকেন্দ্রজিৎ বিমানবন্দরেও ইনারলাইন পারমিট দেওয়া হচ্ছে।
মণিপুরে ঢুকতে গেলে চার ধরণের ইনারলাইন পারমিটের অনুমতি মিলছে। শ্রমিকদের জন্য কাজভিত্তিক অনুমতি দেবে ডেপুটি শ্রম কমিশনার। স্বরাষ্ট্র দফতরের দেওয়া তিন বছরের মেয়াদের বিশেষ অনুমতি যা নবীকরণযোগ্য। জেলাশাসকদের বিবেচনাধীন ছয় মাসের সাধারণ অনুমতি ও পর্যটক ও স্বল্পদিনের জন্য আসার সাময়িক অনুমতি-যা জেলাশাসকের পাশাপাশি ডেপুটি রেসিডেন্ট কমিশনাররাও দিতে পারবেন।