NE UpdatesBarak UpdatesBreaking News

APCC warns Ajanta Neog for controversial comment
অজন্তাকে সাবধান করল প্রদেশ কংগ্রেস

৩১ ডিসেম্বর: প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগের ‘বাঙালিবিদ্বেষী’ মন্তব্য ঘিরে কংগ্রেসে তোলপাড় অবস্থা৷ পরিস্থিতি সামলাতে প্রদেশ কংগ্রেসকে মাঠে নামতে হয়৷ অজন্তা নেওগকে সামনে রেখে দলের সমস্ত নেতা-কর্মীকে এই পরিস্থিতিতে বুঝেশুনে মন্তব্য করতে বলা হয়েছে৷

Rananuj

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি অজন্তা নেওগ বলেছেন, বাঙালির জন্যই অসম পিছিয়ে পড়েছে৷ সিএএ বাতিল না হলে এখন ৫ লক্ষ হিন্দু বাঙালি নাগরিকত্ব পাবে৷ কিছুদিন পরেই তা ৪০-৫০ লক্ষে পরিণত হবে৷ তাঁর যুক্তি, হিন্দু বাঙালির জন্মহার অত্যন্ত বেশি৷ তাই তখন অসমিয়া নন, অসমের মুখ্যমন্ত্রী হবেন শিলাদিত্য দেবের মত বাঙালি নেতা৷

তাঁর এই মন্তব্যে ক্ষেপে ওঠেন কংগ্রেসের বাঙালি নেতারা৷ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এআইসিসি নেতাদের কাছে তাঁর বিরুদ্ধে নালিশ জানান৷ করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি সভা ডেকে অজন্তাদেবীর সমালোচনায় সরব হয়৷ বরাকের নেতাদের ক্ষোভে অবশ্য নীরবই ছিল প্রদেশ কংগ্রেস৷ কিন্তু সোমবার হোজাইর কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী অর্ধেন্দু দে প্রকাশ্যে অজন্তাদেবীর মন্তব্যের প্রতিবাদ জানান৷ এ বার নড়ে বসে প্রদেশ কংগ্রেস৷ সভাপতি রিপুণ বরা মঙ্গলবার সতর্ক করে দেন, সিএএ নিয়ে কোনও জাতি, জনগোষ্ঠী, ভাষাগোষ্ঠী বা কোনও ধর্মের লোকেদের আঘাত করে কেউ যেন কোনও মন্তব্য না করেন৷ এই আন্দোলন যে কোনও বিশেষ ভাষা বা ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নয়, তাও তিনি স্মরণ করিয়ে দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker