Barak Updates

ভয়াবহতম বাস দুর্ঘটনা, ৫৭ তীর্থযাত্রী হত

১১ সেপ্টেম্বরঃ দেশের সড়ক দুর্ঘটনার ইতিহাসে ভয়াবহতম। তেলেঙ্গানা রাজ্যে ৬ শিশুসহ অন্তত ৫৭ জন নিহত হয়েছেন।

দুপুরে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি জাগতিয়াল জেলার ঘাট রোড থেকে ছিটকে ৩০ ফুট নীচে পড়ে যায়। বাসটিতে তখন ৭০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫৭জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিরা জখম হয়েছেন। দুয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অঞ্জনেয়া স্বামীর মন্দির দর্শন সেরে কোন্ডাগাত্তু থেকে জাগতিয়ালে ফিরছিলেন তাঁরা। নিহত প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে সরকার। রাজ্য পরিবহন নিগম দেবে আরও ৩ লক্ষ টাকা করে। দুর্ঘটনার কারণ জানার জন্য অনুসন্ধান চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসচালক স্পিডব্রেকার খেয়াল না করায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দুর্ঘটনাগ্র্স্তদের সাহায্য-সহযোগিতা করার জন্য ওই এলাকার কংগ্রেস কর্মীদের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker