CultureBreaking News

আজ বঙ্গভবনে কালিকা স্মরণে নরসিং প্রাক্তনীরা
Musical Tribute to Kalika at Silchar Banga Bhavan today

১১ সেপ্টেম্বর : কালিকাপ্রসাদ নামটি শুধু বরাক উপত্যকায় সুপরিচিত এমন নয়, বরাক উপত্যকার বাইরেও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এমনকি বৃহত্তর বাঙালি অধ্যুষিত এলাকায় বিশেষভাবে জনপ্রিয়। ১৯৭০ সালের ১১ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে প্রসাদ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু ভাগ্য বিমুখ, গানের জগৎ ছেড়ে বা বরাক উপত্যকা ছেড়ে অকালেই চলে যেতে হয়েছে তাঁকে। কিন্তু গত বছরের ৭ই মার্চ মাত্র ৪৭ বছর বয়সে পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুড়াপ গ্রামে এক সড়ক দুর্ঘটনায় তাঁর জীবনের যাত্রা থেমে গিয়েছিল।

এই স্বনামধন্য সংগীতস্রষ্টাকে জন্মদিনে স্মরণ করছে তাঁর সহপাঠী ও ছোটবেলার স্কুলের প্রাক্তনীরা। ২০১৭ সালে মৃত্যুর পর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল প্রাক্তনী সংস্থা প্রথমবার ১১ সেপ্টেম্বর তাঁর জন্মদিন পালন করে। সেটা ছিল একজন গায়ককে গানে গানে স্মরণ করা, যিনি বেঁচেছিলেন গানের জন্য, মৃত্যুও সেই গানকে ভালবেসেই। নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল অবশ্যই আন্তর্জাতিক স্তরে খ্যাতি পাওয়া এমন প্রাক্তন ছাত্রকে নিয়ে গর্বিত। এ বছরও নরসিং স্কুল প্রাক্তনী সংস্থা তাঁর জন্মদিন পালন করছে।

নরসিং স্কুল প্রাক্তনী ছাত্র সংস্থার অন্যতম সৌমিত্র শঙ্কর চৌধুরী বলেন, কালিকা প্রসাদ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। কী ছিলেন না তিনি, একজন রবীন্দ্র অনুরাগী, একজন লোকশিল্পী, সত্যিকার অর্থেই এক উদ্ভাবনী প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব। ফলে তাঁর মতো শিল্পীকে চট করে একই ফ্রেমে নিয়ে আসা খুব সহজ নয়। শিলচর বঙ্গ ভবনে কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রতি সঙ্গীতময় শ্রদ্ধার্ঘ হিসেবে নিবেদিত এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে নরসিং স্কুল প্রাক্তনী ছাত্র সংস্থার পক্ষে সৌমিত্র অনুরোধ জানিয়েছেন।

September 11: Kalika Prasad Bhattacharjee is a household name not only in Barak Valley where he was born and brought up, but also in West Bengal, Bangladesh and the larger Bengali diaspora. Prasad as he was popularly called by his kith and kin was born on September 11, 1970 at Silchar. However, fate cut short his journey of life when he met with a road accident near Gurap village in Hooghly district on 7 March 2017, at the age of 47.

What can be more befitting tribute to a legend, but to celebrate his birthday by his fellow alumni? After his death in 2017, Narsing H.S. School Alumni Association celebrated his birthday in a befitting manner for the 1st time on 11 September 2017. It was a musical tribute organized in honour of an artist who lived and died for music. Narsing Higher Secondary School, Silchar can definitely boast to produce such a student who has earned international accolade. This year too, the Alumni Association of Narsing School has geared up to celebrate his birthday.

Speaking to way2barak, Saumitro Choudhury one of the organizers and close associate of Kalika unfolded his various facets of life. He said that Kalika was a multi-faceted personality. He was a Rabindra lover, a creative genius, a folk artist and what not. It is indeed difficult to portray Kalika in a single frame.Saumitro Choudhury on behalf of the Alumni Association requested all to be present at Silchar Banga Bhavan on September 11 to be a witness to the musical tribute which will be offered to Kalika Prasad Bhattacharjee.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker