Barak UpdatesBreaking News

ক্যা নিয়ে স্বার্থান্বেষীরা অহেতুক আতঙ্কের সৃষ্টি করছেন, লিখেছেন বিধায়ক দিলীপকুমার পাল
Selfish groups & individuals misleading people on CAA, writes MLA Dilip Kumar Paul

২০ ডিসেম্বর: ক্যাব এখন ক্যা-তে পরিণত৷ নাগরিকত্ব সংশোধনী বিল এখন সংশোধিত নাগরিকত্ব আইন৷ সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমার কৃতজ্ঞতা জানাই৷ ধন্যবাদ দিতে হয় আসাম সরকারকেও৷ কলঙ্কিত দেশভাগের বলি হয়ে যে সব হিন্দু বাঙালি ভিটেমাটি ছেড়ে শরণার্থী হয়ে অসম্মানজনক জীবনযাপনে বাধ্য হয়েছিল তাঁদের নাগরিক হিসেবে মর্যাদা ফিরিয়ে দেওয়ায় আমি বিজেপির কাছে কৃতজ্ঞ৷

এই বিষয় নিয়ে যেভাবে আসাম, পশ্চিমবঙ্গ, দিল্লি সহ কিছূ এলাকায় হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে তার কোনও যৌক্তিকতা নেই৷ কারণ সরকারি তথ্যমতে, মাত্র ৫ লক্ষ হিন্দু বাঙালি শরণার্থী, যারা ইতিমধ্যে আসামে বসবাস করছেন, তারা নাগরিক হিসাবে স্বীকৃতি পাবেন৷ ৩ কোটি ৪০ লক্ষ অসমবাসীর মধ্যে ৫ লক্ষ একেবারেই মাইক্রোস্কোপিক৷ হিন্দুরা আসাম তথা ভারতকে তাদের মাতৃভূমি বলে ভাবেন৷ অতএব কোনও হিন্দু কখনও চাইবেন না, তাদের ক্ষতি হোক বা আসামে বসবাসকারী কোনও জনগোষ্ঠীর অসম্মান হোক৷

এ নিয়ে অযথা কিছু স্বার্থান্বেষী দল-সংগঠন অলীক আতঙ্কের সৃষ্টি করে চলেছে৷ আমি মনে করি, এ সব আন্দোলনের ফলে আসামের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে, আসাম আরও পিছিয়ে যাবে৷ সকলের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা আন্দোলন থেকে সরে এসে আসামে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনুন৷ আসুন, সবাই মিলে আসামের উন্নয়নে ঝাঁপিয়ে পড়ি৷ তাহলে সত্যিকার অর্থে জনগণের মঙ্গল হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker