India & World UpdatesAnalyticsBreaking News

Don’t teach patriotism to Bengalis, asserts Derek during CAB discussion
বাঙালিকে দেশপ্রেম শেখাবেন না, ক্যাব আলোচনায় ডেরেক

১১ ডিসেম্বর : বাংলা আর বাঙালিই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে সবথেকে বেশি। আন্দামানের সেলুলার জেলে যাদের নাম রয়েছে, তাদের ৭০ শতাংশ বাঙালি। ফলে বাঙালিকে দেশপ্রম শেখাতে আসবেন না। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনায় রাজ্যসভায় দাঁড়িয়ে এ কথা বললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, ‘আমরা ঈশ্বর বলতে বিদ্যাসাগরকে বুঝি, ঠাকুর বলতে রবীন্দ্রনাথকে। আর কাজি বলতে বুঝি নজরুলকে, ফকির বলতে লালন। বাঙালির ধর্ম বাঙালি জানে, বাঙালি মানে।’

বুধবার আলোচনায় অংশ নিয়ে বাংলায় শুরু করা ভাষণে ডেরেক বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ও জাতীয় নাগরিক পঞ্জিকরণের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, ‘আমরা কৃষিজমি রক্ষার বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন করেছি। সেই আন্দোলনের পর এবার মানুষের স্বার্থে এনআরসি-সিএবি নিয়েও মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’ আরও বলেন,

সারা ভারতের জন্য বাঙালির কাছে গর্বের মাস এই ডিসেম্বর। ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, ৮ ডিসেম্বর জন্মেছিলেন বাঘাযতীন। আর ১৯৩০-এর এই ৮ ডিসেম্বরই বিনয়-বাদল-দীনেশ মহাকরণ অভিযান করেন। এই পবিত্র মাসে নাগরিকত্ব সংশোধনী বিল এনে দেশপ্রমিক বলে বড়াই করতে চাইছে বিজেপি।ডেরেক  এ দিন হুঁশিয়ারি দেন, এই বিল সংসদ থেকে সুপ্রিম কোর্টে যাবে। রাজ্যসভাতেই লড়াই শেষ হয়ে যাবে না। তৃণমূল কংগ্রেস তৈরি আছে এই লড়াইয়ের জন্য। শুধু আইনি লড়াই নয়, গণ আন্দোলনও গড়ে তুলব আমরা। আমাদের আন্দোলনই বিজেপির নেতৃত্বাধীন সরকারের চক্রান্ত রুখে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker