India & World UpdatesBreaking News

মেয়ের আত্মা শান্তি পাবে, বললেন মৃত চিকিতসকের বাবা
My daughter’s soul will now rest in peace, says father of the deceased veterinarian

৬ ডিসেম্বর : শুক্রবার ৬ ডিসেম্বর তেলেঙ্গানার সামসাবাদে ভোররাত তিনটে নাগাদ জাতীয় সড়কের যেখানে ২৬ বছরের তরুণী পশু চিকিত্‍সকের ধর্ষণ ও খুন হয়েছিল, ঠিক সেখানেই পুলিশের সঙ্গে এনকাউন্টার হয় ৪ অভিযুক্তের। এই এনকাউন্টারে চার অভিযুক্তই মারা যায়। এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে বিভিন্ন ব্যক্তিত্বের প্রতিক্রিয়া। আর এর মধ্যেই  নারকীয় অত্যাচারে নিগৃহীত মৃত পশু চিকিত্‍সকের পরিবারেও সন্তান হারানোর শোকের মধ্যেই উঠে আসে বিভিন্ন প্রতিক্রিয়া।

মৃত চিকিত্‍সকের বাবা তাঁর প্রতিক্রিয়ায় জানান, গণধর্ষণের পর মেয়েক জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছিল। ২৭ নভেম্বর বীভত্‍স সেই ঘটনা এখনও মেনে নিতে পারছি না। শোক আর বুক চাপা কান্নার মধ্যেই এই একাউন্টারের ঘটনার পর তিনি তেলেঙ্গানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জানিয়েছেন এতদিনে তাঁর মেয়ের আত্মা ‘শান্তি পেল’। তেলেঙ্গানায় ২৭ নভেম্বর রাতে যখন স্কুটির টায়ার পাংচার হয়ে বিপদে পড়েন তরুণী, তখন মহম্মদ পাশা সহ ৪ জন তাকে সাহায্যের নাম করে এগিয়ে আসে। আর সেই ঘটনা ততক্ষণে বোনকেই ফোন করে বলেছিলেন তরুণী। এরপর দিদির ফোন আর পায়নি বোন। শুধু জানতে পেরেছে দিদিকে চূড়ান্ত নারকীয় যৌন অত্যাচারের পর জীবন্ত দগ্ধ করা হয়েছিল। আর তারপর এ দিন তরুণীর বোন বলেন, ‘এই ঘটনা উদাহরণ হয়ে থাকবে’।

কয়েক বছর আগে দিল্লিতে রাতের অন্ধকারে বাসের মধ্যে নারকীয় গণধর্ষণ হয় এ দেশের আরও এক মেয়ের। আর সেই নির্ভয়ার মৃত্যু শোক কাটাতে পারছেন না তাঁর বাবা মাও। আজও আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তাঁরা মেয়ের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে অনড়। আর এ দিনের এনকাউন্টারের ঘটনা শুনে নির্ভয়ার মা বলেন, ‘অন্তত দেশের একজন মেয়েও তো বিচার পেল! আমি খুশি।’ এ দিন সকালে এনকাউন্টারের খবর পেতেই হায়দরাবাদ জুড়ে সাধারণ মানুষের উল্লাস দেখা যায়। সকাল থেকেই সেখানে বিভিন্ন রাস্তায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুশি ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker