Barak UpdatesBreaking News

প্রাক্তন বিধায়ক কুতুব আহমেদ মজুমদার প্রয়াত
Former MLA Kutub Ahmed Mazumdar dies

২৭ নভেম্বর: প্রাক্তন বিধায়ক কুতুব আহমেদ মজুমদার আর নেই৷ মঙ্গলবার রাত পৌনে চারটায় তিনি তাঁর বাদ্রীপারের বাড়িতে  হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বুধবার বেলা চারটায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে৷

কুতুব আহমেদ রাজনৈতিক নেতা, এককালের বিধায়ক, সমাজকর্মী ইত্যাদি পরিচয়ের আগেই তিনি অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী পরিচয়েই সমাজে বিশেষ সম্মানের অধিকারী হয়েছিলেন৷ কলেজজীবনে বিতর্ক প্রতিযোগিতায় তিনি সকলের নজর কেড়ে নিতেন৷ ওই প্রতিভা তিনি আমৃত্যু ধরে রাখেন৷ প্রচুর পড়াশোনা করতেন কুতুব আহমেদ৷ বই বাছাই এবং দ্রুত তা পড়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর খ্যাতি ছিল৷

সদ্য আশি পেরনো কুতুব আহমেদ মজুমদার ২০০৬ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে সোনাই আসন থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন৷ পরের বার দল তাঁকে টিকিট দেয়নি৷ পরে ২০১৪-র লোকসভা নির্বাচনে তিনি দলত্যাগ করে এআইইউডিএফ-এর হয়ে শিলচর আসনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন৷ সে বার অবশ্য জিততে পারেননি৷

কুতুব আহমেদ মজুমদার বেশ কিছুদিন হিন্দুস্তান পেপার করপোরেশনে ডিরেক্টরের দায়িত্ব পালন করেন৷ পেশাজীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে৷ কিন্তু এক জায়গায় নিজের কর্মকে আটকে রাখতে চাননি৷ এসিএস পাশ করেও একই কারণে তিনি ম্যাজিস্ট্রেট হতে যাননি৷ সমাজকর্মী পরিচিতিতেই খুঁজে নিয়েছিলেন নিজের স্বস্তি৷

প্রয়াত মজুমদার উনিশের ভাষা আন্দোলনেও সক্রিয় ছিলেন৷ ২০১৮ সালে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন তাঁকে ভাষাসেনানী হিসেবে সংবর্ধনা জানায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker