Barak Updates

দুর্যোগ মোকাবিলায় সবার পরামর্শ শুনলেন জেলাশাসক মাদ্দুরি
DC Cachar listens to various suggestions given with regard to disaster management

২৬ নভেম্বর : কাছাড়ের জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার শিলচরে রাজ্য দুর্যোগ ঝুঁকি হ্রাসের ওপর পরামর্শ গ্রহণ করার উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি এই সভায় লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকদের  জানান, দুর্যোগ নিবারণ করা সম্ভব না হলেও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় যে সব পদক্ষেপ নেওয়া সম্ভব,  সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলি তাদের নিজ নিজ পরামর্শগুলি তুলে ধরতে পারেন। এতে জেলাস্তরে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপের বিষয়ে সরকারের কাছে  প্রতিবেদন দাখিল করা সহজ হবে।

জেলাশাসক জানান, জেলাস্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিষয়ে জাগ্রত করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন এবং অন্যান্য সবার সহযোগিতা নিয়ে কীভাবে আরও অধিক সচেতনতা বৃদ্ধি করতে পারা যায় সে বিষয়ে সবার পরামর্শ প্রয়োজন বলে উল্লেখ করেন। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ অফিসার রাজীব রায়। প্রজেক্ট অফিসার শামীম আহমেদ লস্করও বক্তব্য রাখেন l পরে রিসোর্স পার্সন রাজীব গুপ্ত জেলার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন ও সবার পরামর্শ গ্রহণ করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপারের জগদীশ দাসও অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker