Barak UpdatesCultureBreaking News
সঙ্গীতায়নের আয়োজনে গানে গানে জীবন্ত হয়ে উঠলেন প্রয়াত চিত্র সাংবাদিক মলিন শর্মাA Tribute to Molin Sharma by Sangeetayan
২০ নভেম্বর : টিপার দুর্ঘটনায় হত চিত্র সাংবাদিক মলিন শর্মা শিলচরের বিভিন্ন মহলের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, তা তাঁর নামে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানই প্রমাণ করে। বুধবার মলিন শর্মাকে স্মরণ করে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ‘স্মৃতি তুমি বেদনা’র আয়োজন করেছিল সাংস্কৃতিক সংগঠন সঙ্গীতায়ন অ্যাকাডেমি।
অনুষ্ঠানটি শুধু যে সাধারণভাবে একটি গানের আয়োজন ছিল, তা কিন্তু নয়। কারণ এতে সামিল বিভিন্ন জনের আলোচনায় মলিনের পছন্দ-অপছন্দ, তাঁর পরোপকারী স্বভাব, সময়ানুবর্তিতা ইত্যাদি নানা কথা উঠে আসে। আর সঙ্গে ছিল শিলচরের বিভিন্ন সঙ্গীত শিল্পীর কণ্ঠে বাংলা ও হিন্দি গান।
এ দিন সন্ধ্যায় মলিনের প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন লেখিকা, কবি মহুয়া চৌধুরী। সঙ্গে উপস্থিত থেকে প্রদীপ জ্বালিয়ে দেন পুর কমিশনার মধুমিতা শর্মা, মলিন শর্মার বড়ভাই ও মেয়ে এবং সহযোগী বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক সংস্থার পক্ষে সুদর্শন গুপ্ত, দিলু দাস, ভাস্কর দাস প্রমুখ।
প্রত্যেকেই মলিন শর্মার সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটি বিশেষভাবে তুলে ধরেন। আয়োজক সঙ্গীতায়ন অ্যাকাডেমির সঙ্গীতশিল্পী মৌটুসী সাহারায় এই অনুষ্ঠান আয়োজন করার প্রেক্ষাপট বর্ণনা করেন। এছাড়াও গানের ফাঁকে প্রয়াত চিত্র সাংবাদিককে নিয়ে বলেছেন গিটার বাদক দিলীপ সিনহা, সাংবাদিক দেবাশিস পুরকায়স্থ প্রমুখ।
পরে শিলচরের বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা নিজেদের মতো করে গানে গানে তাদের প্রিয় সাংবাদিককে শ্রদ্ধা জানান। কেউ গেয়েছেন বাংলা আধুনিক, আবার কেউ হিন্দিছবির গান দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শিল্পীদের মধ্যে ছিলেন নিপু শর্মা, রাজু সেনগুপ্ত, বিধান লস্কর, জয়দীপা চক্রবর্তী, মেঘা দাস, মেঘরাজ চক্রবর্তী, অভিজিৎ মজুমদার, সুজিত রায়, রাজু দাস, নেহাল কুমার, নবনিতা দাস, মৌটুসী সাহারায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌমিত্র শঙ্কর দত্ত।