NE UpdatesBarak UpdatesBreaking News
ডিটেনশন ক্যাম্পের লোকদের পরিস্থিতি দেখতে পর্যালোচনা সমিতি8-member team led by DIG (Border) formed to take stock of the inmates at the Detention Camps
১৯ নভেম্বর : রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে থাকা লোকদের পরিস্থিতি পর্যালোচনা করার উদ্দেশ্যে ৮ সদস্যের একটি বিশেষ পর্যালোচনা সমিতি গঠন করা হয়েছে। এই সমিতির একটি প্রতিনিধি দল মঙ্গলবার কোকরাঝাড় কারাগারের ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে সেখানে থাকা মহিলা ও শিশুদের পরিস্থিতির খোঁজ নেন।
এই দলের নেতৃত্বে থাকা সীমান্ত শাখার উপ মহাপরিদর্শক জি মুখার্জি জানান, ডিটেনশন ক্যাম্পগুলো বয়স উপযোগী কিনা সে সম্পর্কে বিভিন্ন দিক পর্যালোচনা করে দলটি প্রয়োজন অনুযায়ী এই কেন্দ্রগুলোর মান উন্নত করার জন্য পরামর্শ দেবে।
কেন্দ্রগুলির খাদ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদির নিরীক্ষণ করা সহ সমিতি সেখানে থাকা লোকদের আইনি সাহায্য প্রদান ও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে পর্যালোচনা করবে।
তিনি বলেন, কেন্দ্রগুলোতে থাকা শিশুদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও খতিয়ে দেখা হবে। রাজ্যের ৬টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শনের পর সমিতি আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে থাকা ডিটেনশন ক্যাম্পে প্রায় এক হাজার লোক রয়েছেন।