Barak UpdatesBreaking News
সবুজ ধ্বংস হতে দেব না, শিশুদিবসে শিশুরা গান্ধীবাগের সামনেOn Children’s Day, children protest against destruction of green at Gandhi Bagh
১৪ নভেম্বরঃ শিশু দিবসে গান্ধীবাগ বাঁচানোর দাবিতে সরব হল কিশোর – কিশোরী সংগঠন ‘কমসোমল’ ও ছাত্র সংগঠন এ আই ডি এস ও । বেলা সাড়ে এগারোটায় উভয় সংগঠনের কর্মীরা গান্ধীবাগের মূল ফটকের সামনে জড়ো হয়ে শিশুদের মুক্তাঙ্গন বিক্রি করে হোটেল, রেস্তোরা, মল গড়ে তোলার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে ।
এ আই ডি এস ও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখতে গিয়ে বলা হয় যে সৌন্দর্যায়নের নাম করে শিলচর পৌরসভা গান্ধীবাগের জমি মুনাফা লাভের উদ্দেশ্যে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে । এরফলে ধ্বংস হয়ে যাবে গান্ধীবাগের প্রাকৃতিক পরিবেশ, যা পরোক্ষভাবে শিশুদের ভবিষ্যতেকে বিপন্ন করে তুলবে ।
কমসোমলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিলচরের মতো শহরে যেখানে শিশুদের খেলাধুলা, মুক্তভাবে চলাফেরা করার জন্য আরো বেশি সংখ্যক পার্ক গড়ে তোলা উচিত ছিল সেখানে গান্ধীবাগকে ধ্বংস করে দেয়া হচ্ছে কোন যুক্তিতে। শপিং মল, রেস্তোরা ইত্যাদি শিশুদের কোন কাজে আসবে । উভয় সংগঠনের পক্ষ থেকে হুশিয়ারী প্রদান করা হয়েছে যে পৌরসভা যদি এই সর্বনাশা সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ।